X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন কারারুদ্ধ লুলা

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ১৪:১২আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৪:১৬

দুর্নীতর দায়ে কারারুদ্ধ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আসন্ন নির্বাচনে  বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনি আদালতের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রার্থীতার নিবন্ধন শেষ হলে লুলার সমর্থকরা স্লোগানে মেতে ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেছেন দেশটির প্রসিকিউটর জেনারেল। ব্রাজিলের দণ্ডপ্রাপ্ত কোনও নাগরিক আপিলে হেরে গেলে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন না। 

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন কারারুদ্ধ লুলা

আগামী ৭ অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমানে ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে থাকা লুলা নির্বাচনি মতামত জরিপে বেশ এগিয়ে রয়েছেন। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে লুলা দাবি করে আসছেন, তার ক্ষমতায় ফেরা ঠেকানোর ষড়েযন্ত্রের অংশ হিসেবে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাজিরের পুলিশ বলছে, রাজধানী ব্রাসিলিয়ার আদালতে লুলার প্রার্থীতার নিবন্ধন নিশ্চিতের দিনে তার প্রায় ১০ হাজার সমর্থক মিছিলে অংশ নেয়।

কারাগারে থাকা অবস্থায় গত ৪ আগস্ট (শনিবার) সাও পাওলা কনভেশনশন সেন্টারে প্রায় দুই হাজারকর্মীর উপস্থিতিতে লুলার মনোনয়নের ঘোষণা দেয় দলের সিনিয়র নেতারা। ওই অনুষ্ঠানে তার একটি লিখিত বক্তব্যও পড়ে শোনানো হয়। ওই বক্তব্যে লুলা বলেন, ব্রাজিলে গণতন্ত্র পুনঃস্থাপন করা প্রয়োজন। তারা (সরকার) জনগণের প্রেসিডেন্ট পছন্দ করার অধিকার হরণ করতে চায়। তারা জনগণ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সামনে আমাদের বহু দায়িত্ব রয়েছে।

তবে নিজে প্রার্থী হতে না পারলে দলের ভাইস প্রেসিডেন্ট ও রাজধানী সাও পাওলোর সাবেক মেয়র ফার্নান্দো হাদাদের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন লুলা।

২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ডি সিলভা। ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচির মাধ্যমে কার্যালয় ছাড়ার সময়ে ৮৭ শতাংশ মানুষের সমর্থন ছিল তার প্রতি। সর্বশেষ নির্বাচনে পরাজিত হলে ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কারাদণ্ড দেয় ব্রাজিলের আদালত। গত এপ্রিলে আত্মসমর্পণ করার পর থেকেই কারাগারে আটক আছেন তিনি।

আগামী জানুয়ারিতে লুলার কারদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে। ওই আপিলে তার দণ্ড আরও আড়াই বছর বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

আসন্ন নির্বাচনে প্রার্থীতা নিয়ে আদালতের সিদ্ধান্তের ওপর এখনও নির্ভর করে থাকতে হচ্ছে লুলাকে। তবে জনমত জরিপ বলছে, প্রার্থী হতে পারলে এক তৃতীয়াংশ ব্রাজিলের নাগরিক তাকে সমর্থন করবেন।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ইসরায়েল ও ফিলিস্তিন ভ্রমণে কানাডার সতর্কতা
ইরানকে বাইডেনের সতর্কতা
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি