X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বিরোধী শিবিরে বিবাদ, ইমরানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী!

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ২১:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:৪০

পাকিস্তানের গত সাধারণ নির্বাচনে ইমরান খানের দল সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় আশাবাদী হয়ে উঠে বিরোধী শিবির। নিজেদের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে উদ্যোগী হয় পার্লামেন্টে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা মুসলিম লীগ এবং পিপিপি। কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই গৃহবিবাদে জড়িয়েছে। ফলে দৃশ্যত পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে পিটিআই নেতা ইমরান খানের জন্য আর কোনও বাধা থাকছে না। আগামী ১৮ আগস্ট এ পদের জন্য শপথ নিতে পারেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

বিরোধী শিবিরে বিবাদ, ইমরানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী! বিরোধী শিবিরের মতপার্থক্যের কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকেই দেখতে চায় পার্লামেন্টে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিম লীগ। কিন্তু পিপিপি’র দাবি, এ পদের জন্য যেন শাহবাজ শরিফের বাইরে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়।

পিপিপি’র আপত্তির পক্ষে বলা হচ্ছে, ইতোপূর্বে শাহবাজ শরিফ পিপিপি’র কো-চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলী আসিফ জারদারিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেছিলেন। মূলত এর জের ধরেই প্রধানমন্ত্রী হিসেবে একক প্রার্থী বাছাইয়ে হোঁচট খায় বিরোধী শিবির। শেষ পর্যন্ত বিরোধী শিবির এ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে তার ফল যাবে ইমরান খানের ঘরে। সেক্ষেত্রে ১৭ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী পদে নির্বাচনে ইমরান খান ৩০ থেকে ৩৫ ভোটে এগিয়ে থাকতে পারেন। এমনটা হলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার সম্ভাবনাই উজ্জ্বল এবং সুনিশ্চিত।

/এমপি/
সম্পর্কিত
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ