X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ১০ প্রতিভাবান তরুণকে চীন নিচ্ছে হুয়াওয়ে

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১৮:১৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:২১

চীনা টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়ে’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রতিভাবান ১০ তরুণকে চীনে নিচ্ছে। বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে এসব তরুণদের নির্বাচন করা হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে।

বাংলাদেশের ১০ প্রতিভাবান তরুণকে চীন নিচ্ছে হুয়াওয়ে

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি থেকে এসব শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি ও হুয়াওয়ে’র বিশেষজ্ঞ দল এসব শিক্ষার্থীদের নির্বাচন করেছে।

চীনা প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, এসব তরুণ প্রতিভা চীনে অংশগ্রহণমূলক এবং  তথ্য-প্রযুক্তি প্রকৌশলে (আইসিটি) পেশা-সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবে। দুই সপ্তাহের এই কর্মসূচি আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।

২০০৮ সালে শুরু হওয়া ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচি বিশ্বের ৯৬টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থায় পরিচালিত হয়েছে। এতে ২৮০টি বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে ২ হাজার সাতশোরও বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দক্ষিণাঞ্চলীয় চীনের শেনঝেন-এ হুওয়াওয়ে’র প্রধান কার্যালয়ে শিক্ষা-সফরের সুযোগ পেয়েছে।

হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা জেরি ওয়াং বলেন, “নিজেদের অসামান্য প্রতিভার মাধ্যমে আমাকে খুশি করা শীর্ষ ১০ শিক্ষার্থীকে অভিনন্দন। এই দেশের উদীয়মান আইসিটি প্রতিভাদের জন্য ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচি নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।”

নির্বাচিত এসব শিক্ষার্থীদের (সিডস) আইসিটি দক্ষতার উন্নয়ন, আন্তর্জাতিক মানের কাজের ব্যবহারিক অভিজ্ঞতা এবং চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে চীনে নিয়ে যাওয়া হবে। বৈশ্বিকভাবে আন্তঃসম্পৃক্ত হতে থাকা চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে এই কর্মসূচি তাদের সহায়তা করবে। তিনি বলেন, আমার বিশ্বাস এসব শিক্ষার্থীরা ভালোভাবে বেড়ে উঠবে আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া