X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় ইমরানের শপথের পোশাক

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ২০:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:২০

শেরওয়ানি নাকি জিন্নাহ ক্যাপ? শপথ অনুষ্ঠানে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান কী পরবেন তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েছেন দেশটির টুইটার ব্যবহারকারীরা। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন সর্বশেষ খবর বলেছে, পূর্বসুরী অন্য নেতাদের মতো শেরওয়ানি পরার পথে না হেঁটে ইমরান তার প্রধন পোশাক সালওয়ার কামিজই পরবেন। যতটা সম্ভব শপথ অনুষ্ঠান স্বাভাবিক আর জৌলুশহীন রাখতে চান তিনি। তবে তাতে সন্তুষ্ঠ হতে পারছেন না দেশটির টুইটার ব্যবহারকারীরা। সাবেক এই ক্রিকেট তারকা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে কী পরে হাজির হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

আলোচনায় ইমরানের শপথের পোশাক

রাজা নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটের সামগ্রী পরেই কেন তিনি শপথ নিতে যাচ্ছেন না?’

১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতে পাকিস্তান। ওই দলের অধিনায়ক হিসেবে দেশটিতে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে ক্রিকেট থেকে অবসর নিয়ে ১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি। গত ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হলে দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার (১৭ আগস্ট) শপথ নিচ্ছেন তিনি।

হুসেইন ইকবাল নামে আরেকজন লিখেছেন, ইমরান যদি ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটের টি শার্ট পরে শপথ নিতে হাজির হন তাহলে খুবই দারুণ হয়।

নিদো নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ইমরান খানের কালো শেরওয়ানি পরে শপথ নেওয়া উচিত। আমনা নামের অপর এক ব্যবহারকারী লিখেছেন, যারা দাবি করছেন ইমরান শেরওয়ানি পরে শপথ নেবেন না তাদের জন্য করুণা। আমি সব সময়ে ভেবেছি তিনি এটাই পরবেন। এই ধরণের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেটাই যথাযোগ্য মর্যাদা দেবে।

শেখ এইচ জাভেদ নামে একজন লিখেছেন, ‘ইমরান খান শেরওয়ানি নাকি ওয়েস্ট কোট পরে শপথ নিলেন তাতে আমার কোনও  লাভ নেই। তবে শপথ অনুষ্ঠানে তিনি একটি জিন্নাহ টুপি পরলে তাকে আমি ভালোবাসবো।’

ব্রিটিশ সাম্রাজ্য থেকে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশটির জাতির পিতা হিসেবে স্বীকৃত মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি মাথায় সবসময় বিশেষ এক ধরণের টুপি পরতেন। সেটি জিন্নাহ টুপি নামে পরিচিতি পেয়েছে।

জেন নামে পাকিস্তানের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, তিনি কী পরলেন তা নিয়ে আমি সত্যিই কিছু ভাবছি না। আমার চিন্তা হলো শপথ নেওয়ার পর প্রথম সপ্তাহে তার তাৎক্ষণিক কর্মদক্ষতায় কি তার প্রতিশ্রুতির সত্যিকার প্রতিফলন হবে? শুধু সেটাই তাকে আলাদা করতে পারবে।

শুক্রবার জাতীয় পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্যের ভোটে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে তার বিরোধীদল নওয়াজ শরিফের প্রতিষ্ঠিত দল পিএমএল-এন পেয়েছে ৯৬ ভোট। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইমরানের শপথ অনুষ্ঠান।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন