X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতে বন্যায় নিহত অন্তত ৮৫০, উদ্ধার অভিযানে নেমেছে দেশটির সশস্ত্র বাহিনী

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ২০:২১আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০৫:০৬
image

ভারতে বন্যা ও ভূমিধসে অন্তত ৮৫০ জনের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এই বন্যায়। ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের’ পাশাপাশি দেশটির নৌবাহিনী, সেনাবাহিনী ও কোস্ট গার্ড বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে। হেলিকপ্টার, নৌযান ও পরিবহন বিমান ব্যবহার করে চলছে ত্রাণ তৎপরতা ও উদ্ধার অভিযান। কেরালায় টেরিটোরিয়াল আর্মির একটি দলকেও উদ্ধার তৎপরতায় কাজে লাগানো হচ্ছে। শুক্রবার প্রকাশিত ভারত সরকারের এক বিবৃতির কথা উল্লেখ করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হলো: কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও নাগাল্যান্ড। ভারতে বন্যা কবলিতদের উদ্ধারে মাঠে নামানো হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার’ (এনইআরসি) জানিয়েছে, কেরালার ১৪টি জেলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২.১১ লাখ মানুষ। বন্যায় রাজ্যটির ৩০ হাজার ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। শুক্রবার কেরালার মুখ্যমন্ত্রী পি ভিজায়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৮ আগস্ট থেকে ১৬৪ জন বন্যায় প্রাণ হারিয়েছেন। উত্তর প্রদেশে আন্তত ১৯১ জন, পশ্চিমবঙ্গে ১৮৩ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন এবং নাগাল্যান্ডে ১১ জন প্রাণ হারিয়েছেন। ৩৩ জন এখনও নিখোঁজ।  এদের মধ্যে ২৮ জন কেরালার এবং চারজন পশ্চিমবঙ্গের। বন্যায় আহত হয়েছেন  অন্তত ২৭৪ জন।
পশ্চিমবঙ্গের ২৩টি, আসামের ২৩টি, কেরালার ১৪টি, উত্তর প্রদেশের ১৩টি নাগাল্যান্ডের ১১টি, গুজরাটের ১০টি এবং মহারাষ্ট্রের ২৬টি জেলা বন্যাকবলিত হয়েছে। কেরালার দুই লাখেরও বেশি মানুষ এখন আশ্রয় শিবিরে। ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের’ (এনডিআরএফ) দুই হাজার উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে সেখানে। তাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে ১৬৩টি নৌযান। সঙ্গে আছে ২৩টি হেলিকপ্টার এবং ১১টি পরিবহন বিমান।

ভারতীয় নৌবাহিনী বন্যা কবলিতদের উদ্ধারে ৫১টি নৌযান মোতায়েন করেছে তাদের ডুবুরি দলের সঙ্গে।  এক হাজার লাইফ জ্যাকেট এবং এক হাজার ৩০০ গাম বুটও পাঠানো হয়েছে কেরালায়। গত দুই দিনে দেশটির বিমান বাহিনী উদ্ধার তৎপরতা চালাতে ১৬টি অভিযান পরিচালনা করেছে। আজ দেড় হাজারেরও বেশি খাদ্যের প্যাকেট আকাশ থেকে বন্যার্তদের জন্য ফেলা হবে।

ভারতীয় কোস্টগার্ডের ৩০টি নৌযান এবং উদ্ধারকর্মীরা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে। তাদের কাছে রয়েছে ৩০০টি লাইফ জ্যাকেট এবং ১৪৪টি বয়া। দেশটির সেনাবাহিনী ১০টি ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, ৬০টি নৌযান এবং ১০০টি লাইফ জ্যাকেট নিয়ে উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। কেরালায় টেরিটরিয়াল আর্মির একটি দলকেও নামানো হয়েছে বন্যার্তদের উদ্ধারে।

আসামে ১১.৪৫ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার ২৭ হাজার ৬০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। রাজ্যটিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, এনডিআরএফের ১৪টি দল। এদের মধ্যে রয়েছে ৬৫৭ জন উদ্ধারকারী।

পশ্চিমবঙ্গে ২.২৭ লাখ মানুষ বন্যা কবলিত। সেখানকার ৪৮ হাজার ৫৫০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এনডিআরএফের আটটি দল পশ্চিমবঙ্গে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উত্তর প্রদেশে ১.৭ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। সেখানকার ৩৩ হাজার ৮৫৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সেখানে এনডিআরএফের নয়টি দলকে মোতায়েন করা হয়েছে।

এব ছাড়াও সাতটি দলকে গুজরাটে, চারটিকে মহারাষ্ট্রে ও একটিকে নাগাল্যান্ডে মোতায়েন করেছে এনডিআরএফ।

/এএমএ/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা