X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

'ভিন্ন বার্তা দিতেই বিতর্কিত জ্যাকেটটি পরেছিলেন মেলানিয়া'

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ২১:০৯আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:৫৯

ট্রাম্প প্রশাসনের পরিবার বিচ্ছিন্নকরণ সংকটের সময় টেক্সাস সফরের বিমান ওঠার সময় পরা জ্যাকেট নিয়ে সমালোচনার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জ্যাকেটটির পেছনে বড় বড় অক্ষরে লেখা-‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ ( সত্যিই আমি পরোয়া করি না। তোমরা করো কি?)। আর সে ছবিটি প্রকাশ হওয়ার পর এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন, বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলোকে লক্ষ্য করেই এমনটা করেছেন মেলানিয়া। অনেকেই একে বিচ্ছিন্ন শিশুদের প্রতি অসংবেদনশীল বলেও মন্তব্য করেন। তবে বিতর্কিত জ্যাকেটটি সম্পূর্ণ আলাদা অর্থ রয়েছে বলে দাবি করেছে মেলানিয়ার এক ঘনিষ্ঠ সূত্র। মূলত মেলানিয়ার ওই সফরের সমালোচনাকারীদের উদ্দেশেই তিনি ওটা পরেছিলেন।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় আড়াই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদের আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে দেশের ভেতরে ও বাইরের সমালোচনার মুখে সেই অবস্থান থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আদালতের নির্দেশে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করে প্রশাসন। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এসব শিশুদের দেখতে গত ২২ জুন টেক্সাস যান ফার্স্ট লেডি মেলানিয়া। অ্যান্ড্রুস বিমান ঘাঁটি থেকে ম্যাকালেনে বর্ডার ফ্যাসিলিটিতে রওনা দেন তিনি। বিমানে ওঠার সময় তার গায়ে দেখা যায় ওই জ্যাকেট। তাতে লেখা-‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ? তবে টেক্সাসে সারাদিন তার গায়ে জ্যাকেটটি দেখা যায়নি। একই দিন সন্ধ্যায় অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে ফেরার পর আবারও তার গায়ে দেখা যায় সেই জ্যাকেট। এরপরই মেলানিয়ার ওই  জ্যাকেটের সমালোচনা করা হয়। তবে মেলানিয়া ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে থেকে যারা মেলানিয়ার শিশুদের দেখতে যাওয়ার উদ্যোগের সমালোচনা করেছিলেন বার্তাটি আসলে তাদের উদ্দেশে ছিল। 

বিতর্কিত জ্যাকেট পরিহিত মেলানিয়া

মেলানিয়ার জ্যাকেটটি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কৌতুকাভিনেতারাও এটা নিয়ে মজা করেছেন। এছাড়া বিক্রেতারা ওই জ্যাকেটের প্যারোডি করে নতুন জ্যাকেটও বাজারে ছাড়েন। নতুন জ্যাকেটে লেখা রয়েছে, ‘আমি সত্যি পরোয়া করি, আপনি করেন না?’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যাকেটটি বার্তা ‘ফেক নিউজ মিডিয়া’কে উদ্দেশ্য করে লেখা বলে দাবি করেছিলেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘মেলানিয়া জানতে পেরেছেন তারা কত অসৎ, তাই সে সত্যি আর তোয়াক্কা করে না।’

তবে ফার্স্ট লেডির মুখপাত্র স্টিফেন গ্রিসাম প্রথম থেকেই বলে আসছেন যে, জ্যাকেটটির মাধ্যমে কোনও বার্তাই দেওয়ার চেষ্টা করা হয়নি। গ্রিসাম বলেন, ‘ফার্স্ট লেডিকে কী করতে হবে তা কেউ বলে দেয়নি।’  তিনি আরও বলেন, ‘তিনি কোন পোশাক পছন্দ করবেন সে বিষয়ে আমাদের দফতরের কিছুই করার নেই। এই পরিস্থিতিও ভিন্ন কিছু নয়।’

/আরএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ