X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভারত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১১:১২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১১:২৬

দীর্ঘ মেয়াদে ভারত থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি খাতের এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। ভারতে অনুষ্ঠিত একটি একটি জ্বালানি সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন। বর্তমানে ভারত থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ।

ভারত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি (সিআইআই) আয়োজিত জ্বালানি সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে ছিলেন আবুল কালাম আজাদ। চলতি বছর নবমবারের মতো ওই সম্মেলন আয়োজন করেছে সিআইআই (পূর্বাঞ্চল)। এখানে ভারতের জ্বালানি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে পেশাজীবীরা তাদের মতামত তুলে ধরে থাকেন।

সম্মেলনে  আবুল কালাম আজাদ জানান, গত দশ বছরে বাংলাদেশের জ্বালানি সক্ষমতা পাঁচগুণ বেড়েছে। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ভারত থেকে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। ৪০০কেভিএ সঞ্চালন লাইন নির্মাণ শেষ হলে শিগগিরই অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।’

বিদ্যুৎ উৎপাদনখাতের রাষ্ট্রীয় কোম্পানি পাওয়ার গ্রিড কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান জানান, আগামী মাস থেকেই ভারতীয় কোম্পানি দামোদর ভ্যালি কর্পোরশনও বাংলাদেশে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে বলে আশা করছেন তারা।

বাংলাদেশি কর্মকর্তা বলেন, ‘নির্দিষ্ট লাইনের মাধ্যমে ৬০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে আমরা ভারতের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করেছি। বিদ্যুৎ উৎপাদনকারী আরও কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কয়েকটি প্রস্তাব পেয়েছি। প্রস্তাবকারী কোম্পানিগুলো নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে চায়।’

আবুল কালাম আজাদ জানান, ২০৪১ সাল নাগাদ ভারত থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। জ্বালানি খাতের জনবলের দক্ষতা বাড়াতে ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে ঢাকা প্রশিক্ষণ সহায়তা পাচ্ছে বলেও জানান তিনি।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন