X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ওয়েবসাইট দেখলেও শাস্তির বিধান মিসরে!

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৬:০২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৬:১১
image

ইন্টারনেটের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি নতুন একটি আইনে সম্মতি দিয়েছ। ‘সাইবার ক্রাইম ঠেকাতে’ বানানো ওই আইনের বলে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ যে কোনও ওয়েবসাইট ব্লক করতে পারবে মিসর সরকার। যারা এসব ওয়েবসাইট পরিচালনায় জড়িত তাদের জন্য শাস্তির বিধান তো রয়েছেই, সেই সঙ্গে যারা সংশ্লিষ্ট সাইট ভিজিট করেছেন তাদের জন্যও দণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে! সংবাদমাধ্যম বিবিসি লিখেছে,  ফেসবুকের জনপ্রিয় পেজ পর্যবেক্ষণে রাখার বিষয়েও সিসি সরকার আইন পাস করেছে। মিসরের প্রেসিডেন্টের পোস্টার

নতুন আইনের বিষয়ে সিসি সরকারের বক্তব্য, অস্থিরতা ও জঙ্গিবাদ ঠেকানোর জন্য এমন আইনের দরকার। অপরদিকে মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, সরকার রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে প্রণয়ন করেছে ওই আইন। কায়ররোভিত্তিক সংগঠন ‘ফ্রিডম অব থটস অ্যান্ড এক্সপ্রেশন’ জানিয়েছে, আইনটি পাস হওয়ার আগেই ৫০০ ওয়েবসাইট ব্লক করে দিয়েছে মিসর।

ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করতেও আগ্রহী মিসরেরে সিসি সরকার। দেশটির সংসদে পাস হওয়া আরেকটি যে আইন প্রেসিডেন্টের সম্মতির অপেক্ষায় রয়েছে তাতে বলা হয়েছে, পাঁচ হাজার ফলোয়ার থাকা পেজেকে নজরদারির মধ্যে রাখা হবে।

মিসরে কর্মরত বিবিসির সংবাদদাতারা মন্তব্য করেছেন, দেশটিতে রাস্তার আন্দোলন একেবারেই বন্ধ। মানুষ ইন্টারনেটে যা একটু ভিন্ন মত প্রকাশ করতে পারে। এখন সেখানেও হাত দিয়েছে সরকার।

হিউম্যান রাইটস ওয়াচ মিসর সরকারের কর্মকাণ্ডের বিষয়ে গত মাসে দেওয়া এক বিবৃতে বলেছে, শান্তিপূর্ণভাবে সমালোচনা করলেও সাংবাদিক, অধিকার কর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে  সরকার জরুরি আইন এবং আদালতকে অনৈতিকভাবে ব্যবহার করছে। সম্প্রতি মিসরে যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন, বিখ্যাত ব্লগার এবং মানবাধিকার কর্মী ওয়ায়েল আব্বাস, আমাল ফাতেহ এবং সাদি আবু জেইদ।

/এএমএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া