X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৯:৪৯আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:৫১

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর রবিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। স্থানীয় সময় রাত ৮টায় তিনি এ ভাষণ দেবেন বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। ধারণা করা হচ্ছে, এ ভাষণে ইমরান খান তার সরকারের কর্মকৌশল ও নীতিমালা ঘোষণা করবেন।

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান এদিকে শপথগ্রহণের পর ক্ষমতাসীন জোটের এমপিদের নিয়ে বৈঠক আহ্বান করেছেন ইমরান খান। এ বৈঠকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। জাতীয় ও প্রাদেশিক পরিষদে ইমরানের নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সহ ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর এমপিরা এতে অংশ নেবেন।

এর আগে ২৫ জুলাইয়ের নির্বাচনে জয়ের পর জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নিজের অর্থ ও পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনা তুলে ধরেন ইমরান খান। তিনি ঘোষণা দেন, জনগণের দেওয়া ট্যাক্স জনগণের কল্যাণেই কাজে লাগাবেন। পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনার আভাস দিতে গিয়ে ভারত, যুক্তরাষ্ট্রসহ ইরান ও সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠারও ইঙ্গিত দিয়েছেন ইমরান।

ওই ভাষণে ইমরান খান বলেন, আমাদের দেশ ঋণে জর্জরিত। উন্নতির জন্য ট্যাক্স প্রয়োজন। আপনারা তা দিতে চাইবেন না এটাই স্বাভাবিক। কারণ, আপনারা দেখেছেন ক্ষমতাসীনরা ট্যাক্সের টাকায় দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে। আমি কথা দিচ্ছি আপনাদের ট্যাক্স সঠিক কাজে লাগাবো। দুর্নীতি দমন কমিশনকেও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের কর্মসংস্থানের অভাব। এই সংকট সমাধানে বিনিয়োগ দরকার। আর সেই বিনিয়োগ করতে টাকা লাগবে। আপনারা ট্যাক্স দিলেই সেই অর্থের জোগান সম্ভব।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ইমরান বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা তাদের সঙ্গে কয়েকটি প্রকল্পে কাজ করছি। আমি চেষ্টা করবো এখানে যেন অনেক কর্মসংস্থান তৈরি হয়। ইমরান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে চাই আমরা। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবো। এছাড়া ইরান ও সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক সমুন্নত রাখতে চাই আমরা। মধ্যপ্রাচ্যে আমরা শান্তি বজায় রাখতে কাজ করবো।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া