X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চেচনিয়ায় রুশ পুলিশের ওপর ধারাবাহিক হামলা, নিহত ৫

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ০২:২৬আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০২:৩০

রাশিয়ার স্বায়ত্ত্বশাসিত অঞ্চল চেচনিয়ায় ধারাবাহিক হামলার শিকার হয়েছে রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার এসব হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত ও ৫ হামলাকারী নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আইএসআই হামলার দায় স্বীকার করলেও কোনও প্রমাণ সরবরাহ করতে পারেনি। হামলার সময়ে সৌদি আরব সফরে থাকা চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ বলেছেন, মুসলমানদের পবিত্র ঈদুল আজহাকে নস্যাৎ করতে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চেচনিয়ার রাজধানী গ্রজনির একটি ঘটনাস্থলে পুলিশের তল্লাশি
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০’র দশকে চেচনিয়ার বিরুদ্ধে দুইবার যুদ্ধে জড়িয়েছে রাশিয়া। পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির স্বায়ত্ত্বশাসনের আওতা বাড়ায় মস্কো। রয়টার্স বলছে, বৃহত্তর উত্তর ককাসীয় অঞ্চলটিতে বেকারত্ব আর দুর্নীতির কারণে সেখানকার অনেক তরুণ চরমপন্থী ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকলেও এই ধরনের হামলার ঘটনা তুলনামুলক বিরল।।

রাশিয়ার তদন্তকারীরা রয়টার্সকে বলেছেন, চেচনিয়ার সালিনস্কি জেলার সালি শহরের একটি পুলিশ স্টেশনে দুই হামলাকারী ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে ওই দুই হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হয়েছে।

পৃথক আরেকটি হামলার ঘটনা ঘটে চেচনিয়ার রাজধানী গ্রজনির অদূরে মেস্কার-উর্ট গ্রামে। সেখানে পুলিশের একটি তল্লাশি চৌকিতে পিঠে ব্যাগ নিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় এক তরুণ। সৌদি আরবে থাকা প্রেসিডেন্ট কাদিরভ সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিসিয়াল পাতায় জানিয়েছেন, এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আর বেঁচে গেছে ওই হামলাকারী। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া রাজধানী গ্রজনিতে একটি মার্সিডিজ গাড়ি দিয়ে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা হলে চালককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। তদন্তকারীরা বলছেন, গাড়ির চালক নিহত হয়েছে।

সালি শহরে অপর এক ঘটনায় দুই হামলাকারী গ্যাসের পাত্র বোঝাই ট্রাক উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের মুখপাত্র আলভি কারিমভ। স্থানীয় কোমারসান্ট এফএম রেডিওকে তিনি জানান, ওই ঘটনার পর পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।

এছাড়া গ্রজনির পারভিয়োমায়াস্কায়া ও ইসায়েভ সড়কের সংযোগস্থলে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার কথা বলা হলেও এনিয়ে কোনও মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির স্বরাষ্ট্রমন্ত্রী রুসলান আলখানোভ বলেছেন, হামলাকারীরা চেচনিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে তবে তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। তার দাবি কোনও পুলিশ কর্মকর্তা এসব হামলায় নিহত হয়নি।

আল জাজিরা বলেছে, বিচ্ছিন্নতা হতে চাওয়া অঞ্চলটির সঙ্গে দুইবার যুদ্ধের পর পুনর্গঠনে বিপুল বরাদ্দ দিয়ে সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে কাদিরভের ওপরই ভরসা করে মস্কো। তবে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো কাদিরভের বিরুদ্ধে বিনাবিচারে আটক ও পুলিশ দিয়ে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ অহরহ তুলে থাকে। দেশটির কোনও কোনও বিদ্রোহী গ্রুপের সঙ্গে আইএসআই’র সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা।

অঞ্চলটির তথ্যমন্ত্রী ডিজামবুলাট উমারভ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন সোমবারের হামলাকারীদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তিনি বলেন, এই অঞ্চলে সমর্থক নিয়োগ দিতে আইএসআই ক্রমাগতভাবে তরুণদের দিকে ঝুঁকছে।

 

/জেজে/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী