X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধে অভিযুক্ত নাৎসি সদস্যকে জার্মানি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ২২:২০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২২:২৪

যুদ্ধাপরাধে অভিযুক্ত নাৎসি বাহিনীর সর্বশেষ সদস্যকে জার্মানির কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র এক ঘোষণায় এই কথা জানায়। হস্তান্তর করা ব্যক্তি হলেন ৯৫ বছর বয়সী জাকিউ পালিজ। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সময় নাৎসি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সোমবার নিউ ইয়র্কের বাসা থেকে তাকে আটক করে দেশটির অভিবাসন ও শুল্ক বাস্তবায়ন কর্মকর্তারা।

আটকের পর নাৎসি বাহিনীর সদস্য জাকিউ পালিজ

পালিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখলকৃত পোল্যান্ডের ত্রাউনিকি ইহুদি দাস-শ্রমিক শিবিরের সশস্ত্র প্রহরী ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সময় তিনি মার্কিন কর্তৃপক্ষকে জানান, তিনি পেশায় কৃষক ছিলেন আর বিশ্বযুদ্ধের সময় একটি জার্মান কারখানায় কাজ করতেন। তবে ২০০১ সালে মার্কিন বিচার বিভাগের কাছে পালিজ স্বীকার করেন যে, ১৯৪৩ সালে তিনি একটি শিবিরের সশস্ত্র প্রহরী ছিলেন। ওই বছরই সেখানে প্রায় ৬ হাজার ইহুদি নারী-পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করা হয়েছিল।

হলুকাস্ট মিউজিয়ামের মতে, ত্রাউনিকি শিবিরটি নাৎসি বাহিনীর ‘অপারেশন রেইনহার্ড’ পরিকল্পনার অংশ ছিল। অপারেশন রেইনহার্ডে পোল্যান্ডে জার্মানির সঙ্গে যুক্ত না থাকা প্রায় ২০ লাখ ইহুদিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

তরুণ বয়সের জাকিউ পালিজ

মার্কিন বিচার বিভাগ জানায়, পালিজ পোল্যান্ডের একটি অংশে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তা ইউক্রেনের অংশ হয়ে যায়। যু্দ্ধকালীন কর্মকাণ্ড ও যুদ্ধপরবর্তী অভিবাসন প্রতারণার দায়ে ২০০৩ সালে পালিজের মার্কিন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়। ওই সময় তাকে জার্মানি, পোল্যান্ড বা ইউক্রেনে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে দেশগুলো তাকে নিতে অস্বীকৃতি জানায়। এতে পালিজ যুক্তরাষ্ট্রেই বসবাস করার সুযোগ পান। তবে তারপর থেকেই নিউ ইয়র্কে তার বাড়ির সামনে নিয়মিত বিক্ষোভ হতে থাকে।

পালিজকে গ্রহণ করায় জার্মানির প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনার ফল হিসেবেই পালিজের প্রত্যাবাসন হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ সান্ডার্স বলেন, আদালতের নির্দেশনার পরও আগের প্রশাসনগুলো পালিজকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়। তবে ইহুদি নিধনে বেঁচে ফেরা ব্যক্তি ও তাদের পরিবারকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি পালনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প পালিজকে ফেরত পাঠাতে তৎপর ছিলেন।

মার্কিন বিচার বিভাগের হিসাবে ৬৮তম নাৎসি হিসেবে পালিজকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো। সূত্র: আনাদোলু।

 

/আরএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়