X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঈদের দিনও তিন বেলা খাবারের খোঁজে ইয়েমেনবাসী

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ২৩:৩৯আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২৩:৪৪

এবারই প্রথমবার আহমেদ ওবেইদ ঈদুল আজহার উৎসবের জন্য প্রস্তুতি নিতে পারেননি। চার সন্তান নিয়ে ইয়েমেনের আদেন প্রদেশের একটি শরণার্থী শিবিরের সড়কের পাশে দাঁড়িয়ে ওবেইদ জানান, এই বছর ঈদে আনন্দ করার মতো কোনও অবস্থাই তাদের নেই। তিনি বলেন, ‘এবার প্রিয়জনদের বাদ দিয়ে আমাকে ঈদ করতে হচ্ছে। যুদ্ধ গত বছরের মতো আমাদের বাড়ি থেকে শান্তিপূর্ণভাবে ঈদ পালন করা থেকে বঞ্চিত করেছে।’

ঈদের দিনে ত্রাণের জন্য চেষ্টা করছে ইয়েমেনের শিশুরা

ওবেইদ বলেন, বেশিরভাগ বিতাড়িত পরিবারের কোনও উপার্জন নেই। আর তার সাহায্য সংস্থাগুলোর কাছ থেকেও শিশুদের জন্য নতুন পোশাক পায়নি। ওবেইদ আরও বলেন, ‘এই শিবিরের কিছু শিশু তাদের মায়ের কাছে নতুন কাপড়ের জন্য কান্না করছে। তারা বুঝতে পারছে না সবকিছু বদলে গেছে আর তারা গৃহহীন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘চরম দারিদ্র্যে থাকা বিতাড়িত ইয়েমেনিদের কাছে এবারের ঈদের কোনও মানেই নেই। এই নিষ্ঠুর যুদ্ধ ও রক্তপাত বন্ধ হওয়াই আমাদের জন্য আসল উৎসব হবে। বোমা ও যুদ্ধ আমাদের দেশের সব সুন্দর জিনিস ধ্বংস করে দিয়েছে।’  

বিশ্বজুড়ে কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী যখন পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি করছে, যুদ্ধ আর দুর্ভিক্ষপীড়িত ইয়েমেনবাসীকে তখনও দিনে তিন বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২ কোটি ৯০ লাখ ইয়েমেনির মধ্যে দুই কোটি ২২ লাখ এখন ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। ক্ষুধার সঙ্গে লড়াই করছে ৮৪ লাখ মানুষ।

ইয়েমেনে চলমান যুদ্ধ ওবেইদসহ হাজার হাজার ইয়েমেনিকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত এলাকায় অবস্থান করছে আর নিরাপদ রাজ্যগুলোতে আশ্রয় খুঁজছে। মঙ্গলবার ইয়েমেনে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। কিন্তু এবছর হাজার হাজার ইয়েমেনি মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পালন করতে পারছে না। এমনকি এই সময়েও নিজেদের বাড়ি-ঘর হারিয়ে তাদের অনেকেই ক্ষুধা ও রোগে আক্রান্ত হয়ে কষ্ট করছেন।

লোহিত সাগর উপকূলীয় শহর হোদেইদাহসহ ইয়েমেনের অন্যান্য প্রদেশে এখনও হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে। এমনকি ঈদের দিনও সেখানে যুদ্ধ হয়েছে। হোদেইদাহর কিছু পরিবার দুইপক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। পরিবার নিয়ে নির্বিঘ্নে ঈদ পালনের জন্য তারা এই অনুরোধ করেছিল। কিন্তু কোনও পক্ষই এতে সায় দেয়নি।

হোদেইদাহ থেকে সোমবার আদেনে পৌঁছানো ফুয়াদ সালেহ চীনা বার্তা সংস্থা ঝিনহুয়া’কে বলেন, ‘যুদ্ধরতরা আমাদের ভোগান্তির বিষয়ে পরোয়াই করে না। শুধু আমাদের এলাকাগুলো দখল ও নিয়ন্ত্রণ নেওয়ার দিকেই তাদের সব খেয়াল।’ তিনি আরও বলেন, ‘অন্য প্রদেশ থেকে আসা যুদ্ধের নেতাদের কাছে মুসলিম উৎসব মানে কিছুই না। ঈদের দিনও আমাদের বাড়ি-ঘর ও সম্পত্তি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।’ ফুয়াদ রাগান্বিত হয়ে বলেন, ‘বেশিরভাগ সেনা কর্মকর্তা ও হুথি নেতাই হোদেইদাহর বাইরে থেকে এসেছেন আর তাদের পরিবার নিরাপদ স্থানে রয়েছে। তারা এখানে এসে আমাদের এলাকা ধ্বংস করছে।’ তিনি বলেন, ‘নিজের বাড়ি ছেড়ে আসা খুই বেদনাদায়ক। কিন্তু এসব সামরিক নেতারা কখন এর শিকার হয়নি। তারা উদ্বাস্তু হওয়ার কষ্ট বুঝবে না।’

ইয়েমেনের রাজধানী সানার একটি পশুর হাট

ঈদে তেমন কোনও উদযাপন না থাকলেও হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় পশুর হাটে তবুও ভীড় করেছে ইয়েমেনিরা। সেখানকার পশুদের শরীরেও অপুষ্টির চিহ্ন স্পষ্ট। হাটে পশু কিনতে আসা হোসেন আল রাজাবি বলেন, তার পরিবার আরও ছয় প্রতিবেশির সঙ্গে মিলে ঈদে কোরবানি দিচ্ছে। তিনি ঝিনহুয়া’কে বলেন, গত বছর যে গরুর দাম ছিল সাড়ে তিন লাখ ইয়েমেনি রিয়াল (৫৩ হাজার টাকার বেশি), এবার তা হয়েছে ১০ লাখ রিয়াল (দেড় লাখ টাকা)।  

আরেক ক্রেতা সাইফ মোহাম্মেদ অভিযোগ করেছেন গবাদি পশুর দাম গত বছরের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে উচ্চ মূল্য, যুদ্ধ, অবরোধে ভুগছি তার ওপর আমাদের ওপর ত্রিশুলের আঘাত সইছি।’ তবে পশু বিক্রেতা মোহাম্মেদ আল ফিরসি বলেন, খাদ্য, পানি ও জ্বালানির ঊর্ধ্বগতির কারণে পশুর দাম এমন বেড়ে গেছে। তিনি বলেন, ‘যুদ্ধ, পুরো অবরোধ ও ইয়েমেনি রিয়ালের বিপরীতে ডলারের দাম বাড়ায় গত বছরের চেয়ে এবার ব্যবসায় মন্দা যাচ্ছে।’

২০১৫ সালের মার্চে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের উপর্যুপরি বিমান হামলায় বিপর্যয় নেমে আসে সাধারণ মানুষের জীবনে। গত মে মাসে দুর্ভিক্ষের আশঙ্কা মোকাবিলায় খাদ্যপণ্য খালাসের প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দেয় জাতিসংঘ। সংস্থাটির জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি তাদের নিয়ন্ত্রণে থাকা বন্দর দিয়ে আমদানি করা জ্বালানি ও খাদ্য দ্রুত ইয়েমেনে ঢুকতে দেওয়ার আহ্বান জানান।

/আরএ/বিএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!