X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আর্থিক অনিয়মে দোষী সাব্যস্ত ট্রাম্পের সাবেক সহযোগী মানাফোর্ট

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৮, ০৬:৩৭আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০৮:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা দলের সাবেক প্রধান পল মানাফোর্টকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ট্যাক্স জালিয়াতি সংক্রান্ত ৫টি, ব্যাংক জালিয়াতি সংক্রান্ত ২টি ও বিদেশি ব্যাংকের রিপোর্ট দেওয়ার ব্যর্থতার একটিসহ মোট ৮টি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব অপরাধের সাজা ঘোষণা করা না হলেও আইন অনুযায়ী তার অন্তত কয়েক বছরের সাজা নিশ্চিত। এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রুশ সংযোগ তদন্ত দলের প্রধান রবার্ট মুলারের দলের এটিই প্রথম বিচারিক বিজয়। পল মানাফোর্ট
গত বছরের অক্টোবরে রবার্ট মুলারের নেতৃত্বাধীন ফেডারেল স্পেশাল কাউন্সেলের দেওয়া এক বিবৃতিতে মানাফোর্টের বিরুদ্ধে আনা অভিযোগের ধরণ সম্পর্কে জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থ পাচারের ষড়যন্ত্র, বৈদেশিক নীতির ক্ষেত্রে অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করা, মিথ্যে ও অপপ্রচারমূলক ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট সংক্রান্ত বিবৃতি, মিথ্যে বিবৃতি এবং বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিতে সাতবারের ব্যর্থতাসহ ১‌২ ধরনের অভিযোগগুলো আমলে নেয় যুক্তরাষ্ট্রের আদালত।

চার দিন ট্যাক্স জালিয়াতি ও ব্যাংক জালিয়াতির অভিযোগ বর্ণনার পর মঙ্গলবার মানাফোর্টকে দোষী ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক টিএস এল্লিস। তবে ব্যাংক জালিয়াতি ও ট্যাক্স জালিয়াতির বাকি থাকা অপরাধগুলোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায়  ‘মিসট্রায়াল’ বা ‘ভুল প্রক্রিয়ায় চলা বিচার’ বলে ঘোষণা করেছেন।

আল জাজিরা জানিয়েছে, এসব অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় পল মানাফোর্টের বেশ কয়েক বছরের দণ্ড নিশ্চিত হয়েছে। তার আইনজীবী কেভিন ডাউনিং জানিয়েছেন, আদালত দোষী ঘোষণায় হতাশ হয়ে পড়েছেন মানাফোর্ট। এখন নিজের বিকল্পগুলো মূল্যায়ন করছেন তিনি।

ভার্জিনিয়ার আদালতে সাবেক সহযোগি দোষী সাব্যস্ত হওয়ার দিনে পশ্চিম ভার্জিনিয়ায় একটি র‍্যালিতে যোগ দিতে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘এই ঘটনা খুবই দুঃখজনক। এতে আমি জড়িত না।’

চলতি বছরের আরও পরের দিকে কলম্বিয়া রাজ্যের একটি আদালতে আরেকটি বিচারের মুখোমুখি হতে হবে মানাফোর্টকে। ওই মামলায় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থ পাচারের ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি ও ইউক্রেনের এক বসিন্দার সুবিধার্থে অনিবন্ধিত বিদেশি এজেন্টের মতো কার্যকলাপের অভিযোগ রয়েছে। এছাড়াও এই মামলার প্রত্যক্ষদর্শীকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মানাফোর্টের বিরুদ্ধে।

নিজ শিবিরে চলা অস্থিরতার মধ্যে ২০১৬ সালের আগস্টে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির থেকে পদত্যাগ করেছিলেন মানাফোর্ট।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক