X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আবারও ট্রাম্পবিরোধী পদক্ষেপ মেলানিয়ার?

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৮, ১৬:২৮আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৬:৩৫
image

সামাজিক মাধ্যমের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনানকে নিয়ে টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষেদগারের দিনে মেলানিয়া মন্তব্য করেছেন, সামাজিক মাধ্যমের অপব্যবহার রুখতে সবাইকে সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, মেলানিয়ার এই মন্তব্য ট্রাম্পের টুইটার বিষেদগারের প্রতিক্রিয়া কিনা। উল্লেখ্য, এরআগেও সরাসরি কিংবা পরোক্ষে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই মার্কিন ফার্স্ট লেডি।
মেরিল্যান্ডে সাইবার সন্ত্রাসের ওপর একটি ফেডারেল কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন মেলানিয়া

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আক্রমনাত্বক টুইটারে জন ব্রেনানকে দেশের ইতিহাসে সবচেয় জঘন্য সিআইএ পরিচালক অভিহিত করেন। তাকে ‘রাজনীতির টাট্টু ঘোড়া’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। ‌একইদিনে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাইবার সন্ত্রাসের ওপর একটি ফেডারেল কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন মেলানিয়া। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প বলেন, চলুন দেখি, কিছু বয়স্ক মানুষের চেয়ে বেশিরভাগ শিশু সামাজিক মাধ্যমের সুবিধা ও বিপদ সম্পর্কে বেশি সচেতন। তিনি বলেন, ‘আজকের বৈশ্বিক সমাজে সামাজিক মাধ্যম আমাদের শিশুদের জীবনের একটি অনিবার্য অংশ। একে যেমন অনেক ইতিবাচক কাজে ব্যবহার করা যায় তেমনি ভুল ব্যবহারে এটা ধ্বংসাত্মক ও ক্ষতিকর হয়ে ওঠে।’

মেলানিয়া এমন সময় এই মন্তব্য করলেন যখন তার স্বামী ডোনাল্ড ট্রাম্প তার শত্রুদের বিরুদ্ধে টুইটারে নিয়মিত বিষাদাগার করছেন। সম্প্রতি রবার্ট মুলারকেও ‘অসম্মানিত এবং নিন্দিত‌’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তবে মেলানিয়া ট্রাম্প তার বক্তব্যে সরাসরি প্রেসিডেন্ট বা তার টুইটারের আক্রমণাত্মক ব্যবহারের বিষয়টি উল্লেখ করেননি। তা সত্ত্বেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মেলানিয়ার বক্তব্যে ট্রাম্পবিরোধী অবস্থান শনাক্তের চেষ্টা করেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের শিরোনামে লিখেছে, ট্রাম্পের ধারাবাহিক টুইটার আক্রমণের মধ্যেই সামাজিক মাধ্যমের ‘ভয়াবহ ক্ষমতার’ নিন্দা। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্প যখন টুইটার আক্রমণ চালিয়ে যাচ্ছেন, মেলানিয়া ঠিক সেই সময়ে সামাজিক মাধ্যমের ভয়াবহতার বিরুদ্ধে সোচ্চার হলেন। নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, ব্রেনানকে নিয়ে ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টার মাথায় সামাজিক মাধ্যমের সমালোচনা করলেন মেলানিয়া।

সম্মেলনে মেলানিয়া বলেছেন, বেশিরভাগ শিশুই বড়দের চেয়ে সামাজিক মাধ্যমের সুবিধা ও ফাঁদ সম্পর্কে বেশি সচেতন। কিন্তু তারপরও শিশুদের নিরাপদ ও সফল অনলাইন অভ্যাসের জন্য তথ্য ও উপায়সহ আমরা যা যা করতে পারি প্রাপ্তবয়স্কদের অবশ্যই তাই করতে হবে। মেলানিয়া এমন সময় এই মন্তব্য করলেন যখন তার স্বামী ডোনাল্ড ট্রাম্প তার শত্রুদের বিরুদ্ধে টুইটারে নিয়মিত বিষাদাগার করছেন। তিনি রবার্ট মুলারকেও ‘অসম্মানিত এবং নিন্দিত‌’ হিসেবে অভিহিত করেছেন। তবে মেলানিয়া ট্রাম্প তার বক্তব্যে সরাসরি প্রেসিডেন্ট বা তার টুইটারের আক্রমণাত্মক ব্যবহারের বিষয়টি উল্লেখ করেননি।

বক্তব্যের সময় মেলানিয়া ডিজিটাল পণ্যের জন্য মাইক্রোসফটের একটি সম্মেলনে একদল শিক্ষার্থীকে দেখে বিমোহিত হওয়ার অভিজ্ঞতার কথাও উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। মেলানিয়া জানান, মানবিক বোধ আর উন্মুক্ত যোগাযোগের মাধ্যমে সন্ত্রাস মোকাবিলায় তাদের দৃঢ় মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ওই শিশুদের ধারণা ও উদ্বেগের বিষয়গুলো শুনে আমার মনে হয়েছে, বয়স্করা এই জটিল বিষয়ে পথ নির্দেশ করতে তাদের আরও ভালভাবে সহায়তা করতে পারবে। তরুণদের সাইবার সন্ত্রাসের হাত থেকে রক্ষার লড়াইয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মেলানিয়া বলেন, শিশুদের নিরাপদ অনলাইন ব্যবহারের অভ্যস্ততা তৈরির জন্য তথ্য ও উপায়সহ আমরা যা যা করতে পারি প্রাপ্তবয়স্কদের অবশ্যই তাই করতে হবে।

মার্কিন ফার্স্ট লেডি শিশুদের সহায়তায় তার প্রচারাভিযান ‘বি বেস্ট’ এর অংশ হিসেবে এই সম্মেলনে অংশ নেন। এই প্রচারাভিযানে সামগ্রিক কল্যাণ ও আফিম আসক্তির ওপরও গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

এর আগেও ট্রাম্পবিরোধী পদক্ষেপ নিয়েছেন মেলানিয়া। মার্কিন ক্রিড়াবিদ লি ব্রোন জেমসকে অপমান করে টুইট করার পর মেলানিয়া জেমসের প্রশংসা করে বিবৃতি দিয়েছিলেন। এছাড়া গত জুন মাসে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের সন্তানকে তাদের থেকে আলাদা করার সিদ্ধান্ত নিলেও বিপরীত মন্তব্য করেছিলেন মেলানিয়া। তার মুখপাত্র বলেছিলেন, ফার্স্ট লেডি পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করা দেখতে ঘৃণা করেন।

 

/আরএ/বিএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা