X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লন্ড‌নে ১৬ বাংলা‌দেশি বং‌শোদ্ভূত মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

লন্ডন প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৮, ১০:৫৯আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৬:২১

লন্ড‌নে ১৬ বাংলা‌দেশি বং‌শোদ্ভূত মাদক ব্যবসায়ীর কারাদণ্ড যুক্তরা‌জ্যের বাঙালিপাড়া খ্যাত টাওয়ার হ্যামলেটসের ১৬ বাংলা‌দেশি বং‌শোদ্ভূত মাদক ব্যবসায়ীর মোট ৪৯ বছরের কারাদণ্ড হয়েছে। টাওয়ার হ্যাম‌লেটস কাউন্সি‌লের পক্ষ থে‌কে বৃহস্প‌তিবার (২৩ আগস্ট) সাংবা‌দিক‌দের জানানো হয়, গত ১৭ আগস্ট স্নেয়ার্সব্রুক ক্রাউনকোর্টে তাদের এই শাস্তি ঘোষণা করা হয়। এছাড়া একই ঘটনায় গ্রেফতার আরও ১৪ জনের শাস্তি এ সপ্তাহের শেষ দিকে ঘোষণা করা হবে। এই ১৪ জন নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির তারিখ আলাদাভা‌বে নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, এর বাইরে আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা তদন্তাধীন রয়েছে। একই ধরনের ঘটনায় আগে আরও ৪ জনের শাস্তি হয়েছিল।

টাওয়ার হ্যাম‌লেটস কাউন্সি‌লের পক্ষ থে‌কে জানানো হয়, চার মাসের অপারেশন শেষে তাদের বিচারের আওতায় আনা হয়েছিল। অপারেশন কনটিনিউআম নামের এই অভিযানটি পুলিশ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং স্থানীয় হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর যৌথ উদ্যোগে পরিচালিত হয়। তিনশ’ জনেরও বেশি অফিসার এই অপারেশনে নিয়োজিত ছিলেন। অপারেশন চলাকালে পুলিশ মোট ৫০টি ঠিকানায় তল্লাশি চালিয়ে ৬০ হাজার পাউন্ড ক্যাশ, ক্লাস এ ড্রাগস এবং ৪টি শর্টগান জব্দ করে।

পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে থেকে ৪৯ জনের বিরুদ্ধে ড্রাগ ডিলিংয়ের অভিযোগ আনে। এরমধ্যে ৩৫ জন আদালতে দোষ স্বীকার করেন। এছাড়া আরও ১০ জনকে একই অভিযোগে গ্রেফতার করে জামিনে মুক্তি দেওয়া হয়।

১৭ আগস্ট স্নেয়ার্সব্রুক ক্রাউনকোর্টে যে ১৬ জনের জেল হয়েছে তারা হলেন- হাবিবুর রহমান (২২), সোয়াটন রোড; রাজা মিয়া (২৩), ট্রাফালগার গার্ডেন; জামিল হোসাইন (২৪), শ্যাডওয়েল গার্ডেন; ওলিউর রহমান (২৩), চ্যাপম্যান স্ট্রিট; রাকিব উদ্দিন (১৯), টার্লিং স্ট্রিট; সোলায়মান রাব্বি (১৮), হোবার টাওয়ার; আবু তাহের সিদ্দিকী (২৪), গ্লাসওয়ার্থ অ্যাভিনিউ; রুহেল আহমদ (৩১), কমোডর স্ট্রিট; ইমতিয়াজ ইসলাম (২১), বেকেলস স্ট্রিট; মোহাম্মদ আহমদ (২৫), ব্যাকন স্ট্রিট; রাশিক উদ্দিন (২৬), হ্যাজেলডেন রোড ইলফোর্ড; এনামুর রহমান (২২), অরডেল রোড; মোহাম্মদ মহিবুর রহমান (২২), সেন্টপলস ওয়ে; আমমেদুর রহমান (২১), কোনও স্থায়ী ঠিকানা নেই; আব্দুল আজিজ মিয়া (৩৯), টেরেস; এবং আকবর হোসাইন (২৪), হ্যালি স্ট্রিট।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?