X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার অভিবাসী ঠেকাতে পেরু সীমান্তে নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ০০:৫২আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০১:০৩

পেরুর সীমান্তে ভেনেজুয়েলার অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। এখন থেকে শুধুমাত্র পরিচয়পত্র দিয়ে ভেনেজুয়েলানরা পেরুতে প্রবেশ করতে পারবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভেনেজুয়েলার অভিবাসী ঠেকাতে পেরু সীমান্তে নিরাপত্তা জোরদার

তেল উৎপাদনকারী পশ্চিম গোলার্ধের দেশগুলোর মধ্যে ভেনেজুয়েলার মজুতই সবচেয়ে বেশি। তারপরও দেশটিতে মুদ্রাস্ফীতির পরিমাণ এখন বিশ্বের সর্বোচ্চ। দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ওষুধের চরম সংকট চলছে। অনেক নাগরিকই অনাহারে থাকার কথা জানিয়েছেন। ভেনেজুয়েলার রাজনৈতিক অবস্থাও অস্থির। বিরোধীরা অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সমাজতন্ত্রী দলের শাসনকে দায়ী করেছেন। গত বছর সরকারবিরোধী আন্দোলনে নিহত হয়েছে বহু বিরোধী দলীয় সমর্থক। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিরোধীরা প্রচারণা চালালেও মে মাসের নির্বাচনে আবার জিতেছেন তিনি। আর তাকে লক্ষ্য করে ড্রোনবাহিত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার পর দেশটির রাজনৈতিক অবস্থা আরও অস্থির হয়ে উঠেছে।

এই অবস্থায় দেশটির অনেক নাগরিক পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেওয়ার কথা ভাবছে। ইকুয়েডরে ভেনেজুয়েলার নাগরিকরা প্রবেশের অনুমতি না নিয়েই সীমান্ত পার হচ্ছে। শনিবার ইকুয়েডর সীমান্তে প্রবেশের নতুন নিয়ম চালু করে। কলম্বিয়া থেকে ইকুয়েডরে প্রবেশে ভেনেজুয়েলার নাগরিকদের পরিচয়পত্রের বদলে পাসপোর্ট প্রদর্শনের নির্দেশনা জারি করা হয়। এরফলে কয়েক হাজার মানুষ ইকুয়েডর সীমান্তে আটকা পড়েন। বেশির ভাগ অভিবাসী দক্ষিণে পেরু ও চিলিতে পরিবারের সঙ্গে যোগ দিতে যাচ্ছে। ভেনেজুয়েলা খাবার ও ওষুধের স্বল্পতার মুখে তারা সবাই উন্নত জীবনের আশায় দেশত্যাগ করছে।

ভেনেজুয়েলার অভিবাসী ঠেকাতে পেরু সীমান্তে নিরাপত্তা জোরদার

ইকুয়েডরের মতো পেরুতে প্রবেশ করতে গেলে দেশটির সরকার কড়াকড়ি আরোপ করে। তারা জানায়, পরিচয়পত্র দেখিয়ে ভেনেজুয়েলানরা প্রবেশ করতে পারবে না। তবে শিশু ও গর্ভবতী নারীদের জন্য এই নিয়ম শিথিল থাকবে। শুক্রবার রাতের মধ্যে এই নতুন পাসপোর্টের নিয়ম জারির সময়সীমা বেধে দিয়েছে সরকার।

শুক্রবার ইকুয়েডর হয়ে বাসে করে পেরুতে যেতে দেখা গেছে অভিবাসীদের। এই রুটটি ইকুয়েডরের তৈরি করা এবং একে ‌’‌মানবিক দরজা’ বলে অভিহিত করছে দেশটি। তবে সময়সীমা শেষ হওয়ার ১০ মিনিট আগেও পাসপোর্টহীন শত শত ভেনেজুয়েলানকে পেরু সীমান্তে অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

আঞ্চলিক এই সংকট মেটাতে বিশেষ দল গঠন করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে এই অভিবাসী সংকট ২০১৫ সালের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ঘটা অভিবাসী সংকটের মতো রুপ নিতে পারে।

/এমএইচ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা