X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভেনেজুয়েলার অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় আবেদন গ্রহণ করছে পেরু

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ১৩:২০আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৩:২২

পেরুতে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করছে হাজার হাজার ভেনেজুয়েলাবাসী। অভিবাসী ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদারের কয়েক ঘণ্টার মধ্যে এসব আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন পেরুর এক সরকারি কর্মকর্তা। নতুন নিয়ম অনুযায়ী, এখন পেরুতে প্রবেশ করতে ভেনেজুয়েলাবাসীর কাছে পাসপোর্ট থাকতে হবে। আগে শুধু একটি পরিচয়পত্র থাকলেই চলতো। গত সপ্তাহে একই নিয়ম চালু করে ইকুয়েডর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভেনেজুয়েলার অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় আবেদন গ্রহণ করছে পেরু

নতুন পাসপোর্ট আইনের জন্য শুক্রবার সময়সীমা বেঁধে দেয় লিমা কর্তৃপক্ষ। বেঁধে দেওয়া সেই সময়সীমা শেষ হওয়ার পর নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। অনেক ভেনেজুয়েলাবাসী ইকুয়েডর ও কলম্বিয়া পাড়ি দিয়ে পেরুতে নতুন জীবন শুরু করতে চাইছেন। দক্ষিণ আমেরিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি পেরুতে স্থায়ী হতে চান অনেকে।

শুক্রবার পেরুর সীমান্তে দ্রুত পৌঁছাতে ভেনেজুয়েলার নাগরিকদের বাস সরবরাহ করে ইকুয়েডর। এটাকে মানবিক করিডোর আখ্যা দেয় ইকুয়েডর।

পেরুর প্রধানমন্ত্রী সিজার ভিলানুয়েভা বলেছেন, ভেনেজুয়েলাবাসীকে সীমান্তে পাসপোর্ট দেখাতে বলা হয়েছে। এর মানে এই নয় যে, তাদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিচয়পত্রে খুব বেশি তথ্য থাকে না আর সহজেই তা নকল করা যায়।

ভিসা ও পাসপোর্ট ছাড়া প্রায়ই দক্ষিণ আমেরিকার দেশগুলো সফর করতে পারে এর নাগরিকেরা। ইকুয়েডর ও পেরুসহ দ্য আন্দিয়ান কমিউনিটি ট্রেডিং ব্লকভুক্ত দেশগুলো পাসপোর্ট-ভিসা ছাড়াই এর নাগরিকদের পরস্পরের দেশে ভ্রমণ করার সুযোগ দেয়। তবে ভেনেজুয়েলা ২০০৬ সাল থেকে এই গ্রুপ থেকে বের হয়ে যায়।

পেরুতে এখনই প্রায় ৪০ হাজার ভেনেজুয়েলার অভিবাসী রয়েছে। তাদের বেশিরভাগই বিগত বছরগুলোতে এসেছে।

শুক্রবার আড়াই হাজারেরও বেশি ভেনেজুয়েলাবাসী পেরুর ছোট সীমান্ত আগুয়াস ভার্দেস অতিক্রম করে। এছাড়া মুল ক্রসিং পয়েন্ট টাম্বিস অভিমুখে পৌঁছানোর চেষ্টা করছে আরও কয়েক হাজার। গত কয়েক সপ্তাহের প্রতিদিনই টাম্বিস পয়েন্ট দিয়ে প্রায় ৩ হাজার ভেনেজুয়ালাবাসী পেরুতে প্রবেশ করেছে।

খাবার আর ওষুধ সংকটের কারণে হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিক দেশ ত্যাগের মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করে তাদের প্রতিবেশী দেশ দুটি। বিপর্যস্ত অর্থনীতির কারণে ২০১৪ সাল থেকে ২০ লাখেরও বেশি ভেনেজুয়েলার বাসিন্দা দেশ ছেড়েছে। প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এসব নাগরিককে নিয়ে আঞ্চলিক উত্তেজনাও দেখা দিয়েছে।

দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর মতো ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে চাওয়াদের নিজ দেশে প্রবেশে বাধা দিচ্ছে পেরু সরকার।

জাতিসংঘের শরণার্থী সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ আমেরিকায় যে শরণার্থী সংকট চলছে তার সঙ্গে ২০১৫ সালে ভূমধ্যসাগরে চলা শরণার্থী সংকটের তুলনা চলে। দক্ষিণ আমেরিকার শরণার্থী সংকটে আঞ্চলিক উদ্যোগ সমন্বয় করতে একটি বিশেষ দল গঠনেরও পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করলেন রিপাবলিকান পার্টির প্রধান
নাভালনির মৃত্যুরাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার কথা ভাবছেন বাইডেন
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি