X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ম্যাককেইনের জন্য ট্রাম্পের দুই লাইনের শোক, আনুষ্ঠানিক বিবৃতি বাতিল

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৮, ১৮:২০আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৮:২৯
image

সদ্য প্রয়াত মার্কিন রাজনীতিবিদ জন ম্যাককেইনের মৃত্যুতে শোক প্রকাশের জন্য যে বিবৃতি প্রস্তুত করেছিল হোয়াইট হাউজ তা প্রকাশে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বিবৃতিতে ম্যাককেইনকে নায়ক সম্বোধন করাটা ভালো লাগেনি ট্রাম্পের। তিনি নিজে তার টুইটার অ্যাকাউন্টে দুই লাইনের শোকবার্তা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা ট্রাম্পের এই আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। রুশ সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, পাঁচবার নির্বাচিত সিনেট সদস্য জন ম্যাককেইনের সঙ্গে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ছিল প্রবল। ম্যাককেইন ও ট্রাম্প

জন ম্যাককেইনকে ২০০৮ সালে রিপাবলিকান পার্টি তাদের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিল। ম্যাককেইন তার রাজনৈতিক জীবনে মার্কিন সিনেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান ছিলেন। গত শনিবার ৮১ বছর বয়সে ক্যান্সারে ভুগে মৃত্যুবরণ করেন ম্যাককেইন। অন্যদিকে ২০১৬ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করা ডোনাল্ড ট্রাম্প আগে না তো হাউজ অব রিপ্রেজেন্টিটিভের সদস্য ছিলেন আর না তো সিনেটের।

রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কড়া সমালোচকদের একজন ছিলেন সিনেটর ম্যাককেইন। তিনি ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেখানে আটক হয়ে যাওয়ায় পাঁচ বছর ধরে বন্দি ছিলেন। ট্রাম্প তার ওই আটক হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার ভাষ্য ছিল, ‘তিনি হিরো কারণ তিনি ধরা পড়েছিলেন। আমি এমন মানুষদের পছন্দ করি যারা ধরা দেয় না।’ এর সমালোচনায় সাবেক যোদ্ধাদের পক্ষ থেকে সমালোচনা করে বলা হয়েছে, ভিয়েতনাম যুদ্ধের সময় যাদের অর্থ ছিল তারা ডাক্তারের ভুয়া সনদ ব্যবহার করে যুদ্ধে যাওয়ার দায়িত্ব এড়িয়ে গেছে। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, ট্রাম্প তেমন একজন। ওই সময় চারটি শিক্ষাগত শর্ত পূরণ করতে না পারার ও একটি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি ভিয়েতনাম যুদ্ধে যাওয়ার হাত থেকে রেহাই পেয়েছিলেন।

সেই ফাঁকি দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন ভিয়েতনাম যুদ্ধে আটক হওয়ায় নির্যাতনের শিকার সিনেটর ম্যাককেইনের জন্য লেখা হোয়াইট হাউজের বিবৃতে ‘নায়ক’ শব্দের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন। মার্কিন সসংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে, রবিবার ম্যাককেইনের প্রশংসায় লেখা বিবৃতিটি বাতিল করতে বলেছেন তিনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স, চিফ অব স্টাফ জন কেলি এবং হোয়াইট হাউজের অন্যান্য কর্মকর্তারা মিলে বিবৃতিটি প্রস্তুত করেছিলেন।

বিবৃতিটি পড়ে ট্রাম্প তাদের বলেছেন, তিনি চান না সেটা প্রকাশ করতে। তার ইচ্ছে, টুইটারে শোকবার্তা দেওয়ার। প্রকৃতই তিনি টুইটারে শোকবার্তা দিয়েছেন। নিরুত্তাপ সেই বার্তায় ম্যাককেইনকে ‘নায়ক’ সম্বোধন করেননি ট্রাম্প। তার সাধারণ ভাষায় লেখা টুইটার বার্তার বক্তব্য, ‘সিনেটর ম্যাক কেইনের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের হৃদয় এবং প্রার্থনা আপনাদের সঙ্গে আছে।’

ট্রাম্পের এমন আচরণের সমালোচনায় তার আইন বিষয়ক সাবেক মুখপাত্র মার্ক কোরাল বলেছেন, ‘এমন একজন জাতীয় নায়কের মৃত্যুতে সবাই আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলেন।’ মার্ক হার্টলিং নামের একজন সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা মন্তব্য করেছেন, ৪৫তম প্রেসিডেন্টের দেওয়া বার্তা ‘খুবই অগভীর।’

/এএমএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়