X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর সঙ্গে অবিশ্বাস্য বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ০৯:১১আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:৩৫

২৪ বছর আগে করা উত্তর আমেরকিনান মুক্ত বাণিজ্য চুক্তি-নাফটা সংস্কারের জন্য মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পর এবার চুক্তি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে দেশ দুটি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করে  ঘোষণা দেন। তবে নাফটা চুক্তির তৃতীয় দেশ কানাডা এই আলোচনায় আবারও অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মঙ্গলবার সেই বিষয়ে আলোচনা হবে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প এক বছরের বেশি সময় ধরে নাফটা চুক্তির সংস্কারের দাবি জানিয়ে আসছেন। তার অভিযোগ, চুক্তিটির ফলে মার্কিন শ্রমিক ও উৎপাদনকারীদের চেয়ে মেক্সিকো বেশি লাভবান হচ্ছে। ট্রাম্প নির্বাচনি প্রচারণায়ও বিষয়টিকে প্রধান প্রতিশ্রুতিগুলোর একটি হিসেবে রেখেছিলেন। চুক্তিটি সংস্কার না করা হলে তা থেকে বের হয়ে আসার হুমকিও দিয়েছিলেন তিনি। সোমবার হোয়াইট হাউস থেকে টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ঐকমত্যে পৌঁছেছে। এর ফলে একটি ‘অবিশ্বাস্য’ চুক্তি হবে যা অনেক বেশি ন্যায্য হবে।

গত এক বছর ধরে নাফটা চুক্তির সংস্কার নিয়ে আলোচনা চললেও গত ৫ সপ্তাহের আলোচনায় অংশ নেয়নি কানাডা। ট্রাম্প বলেন, ‘আমরা দেখব এই চুক্তিতে কানাডাকে রাখা যায় কিনা। নইলে কানাডার সঙ্গে আলাদা চুক্তি করা হবে।’ তিনি কানাডার গাড়ির ওপর কর আরোপের হুমকি দিয়ে ট্রাম্প বলেন তিনি নাফটা নামটি থেকেই মুক্তি চান।  তার মতে, চুক্তিটির ধারণাগুলোই খারাপ।

মেক্সিকোর সঙ্গে আলোচনায় সাফল্যের কথা ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার দফতর থেকে বলা হয়েছে, ট্রাম্প ও ট্রুডোর মধ্যে ‘গঠনমূলক কথাবার্তা’ হয়েছে। তারা এই আলোচনার সফল সমাপ্তির জন্য নিজেদের দলকে এই সপ্তাহেই যুক্ত করতে যাচ্ছেন। কানাডার পক্ষ থেকে সমঝোতাকারীরা মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ট্রুডো রবিবার মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েতোর সঙ্গেও কথা বলেছেন।  ওই সময় দুই নেতা নাফটার একটি সফল সমাপ্তিতে পৌঁছার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নাফটার আওতায় বছরে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হয়। সংস্কারের পর অন্যান্য বিষয়ের সঙ্গে এতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, ডিজিটাল ট্রেড ও বিনিয়োগ নীতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন খসড়া চুক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, করমুক্ত সুবিধা পাওয়ার জন্য দুই দেশকে অবশ্যই ৭৫ শতাংশ পণ্য নিজ দেশে উৎপাদন করতে হবে। বিদ্যমান চুক্তিতে থাকা হারের চেয়ে এটা বেশি। এছাড়া ৪০ থেকে ৪৫ শতাংশ মোটরযান এমন শ্রমিকদের মাধ্যমে করতে হবে যাদের ন্যূনতম বেতন ঘণ্টায় ১৬ ডলার। সস্তা শ্রমের আশায় কোম্পানিগুলোর মেক্সিকোতে কারখানা স্থাপনের প্রবণতা বন্ধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর  যুক্তরাষ্ট্র ও মেক্সিকো তাতে রাজি হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, এই চুক্তি আগামী ১৬ বছরের জন্য কার্যকর থাকবে। আর প্রতি ৬ বছর পর পর চুক্তিটি পর্যালোচনা করা হবে। তবে এসব পর্যালোচনার কারণে চুক্তির মেয়াদের কোনও পরিবর্তন হবে না।

/আরএ/
সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি