X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বেলুন উড়িয়ে লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি

অদিতি খান্না, যুক্তরাজ্য
৩১ আগস্ট ২০১৮, ২১:৩১আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২১:৫৫

শহরে অপরাধ বাড়ছে দাবি করে বেলুন উড়িয়ে লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সাদিক খানের হলুদ বিকিনি পরিহিত ২৯ ফুট দীর্ঘ বেলুন ওড়ানোর অনুমতি পেয়েছে ‘মেইক লন্ডন সেফ এগেইন’ নামের একটি প্রচারণা দল। এর মধ্যেই গ্রুপটি ৫৮ হাজার পাউন্ড যোগাড় করেছে। বিক্ষোভকারীদের স্বাগত জানালেও হলুদ তার পছন্দের রং নয় বলে জানিয়েছেন মেয়র সাদিক খান। সাদিক খান বিরোধীরা এই বেলুন ওড়াবেন বলে ধারণা করা হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে গত জুলাইতে  ‘রাগী শিশু’ নামের একটি বিশাল বেলুন ওড়ানো হয়েছিল। ওই বিক্ষোভের অনুপ্রেরণায় সাদিক খানকে তার পদ থেকে সরাতে চাওয়া গ্রুপটি নতুন এই বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভকারীদের উদ্দেশে সাদিক খান বলেছেন, ‘মানুষ যদি হলুদ বিকিনি পরা আমার দিকে তাকিয়ে তাদের শনিবার কাটাতে চায় তাহলে তাদরে স্বাগত। যদিও আমি সত্যিই মনে করি না হলুদ আমার পছন্দের রঙ।’

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে এই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। মেয়রের কার্যালয়ের সিটি হলের এক মুখপাত্র বলেছেন, ওই বিক্ষোভের আয়োজনকারীদের পার্লামেন্ট স্কয়ারের বাগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ওই মুখপাত্র বলেন, ‘সব সময়ের মতো সিটি হল কর্তৃপক্ষ মেট্রোপলিটন পুলিশ ও অন্য গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সমন্বয় করবে যাতে করে ওই বিক্ষোভ নিরাপদে অনুষ্ঠিত হতে পারে।’

বিক্ষোভকারীদের দাবি সাদিক খানের নেতৃত্বাধীন লন্ডন শহরে অপরাধ প্রবণতা বাড়ার ওপর গুরুত্বারোপ করতেই বিশালাকারের এই বেলুন ওড়াবেন তারা। ‘মেইক লন্ডন সেফ এগেইন’ নামের গ্রুপটির তহবিল সংগ্রহের পাতায় স্বঘোষিত স্বাধীন মতপ্রকাশ উপদেষ্টা ইয়ানি ব্রুয়ের লিখেছেন, ‘সাদিক খানের অধীনে আমরা দেখেছি অপরাধ আকাশ ছুঁয়েছে। লন্ডনের মানুষ নিরাপদ বোধ করছে না আর এই শুধু এই বছরে ৮১ খুন হওয়ার এই শহরে তারা নিরাপদ নয়।’

তিনি লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময়ে বেবি ট্রাম্পের বেলুন ওড়ানোর অনুপ্রেরণায় চলুন আমরা আরেকবার বেবি খানের বেলুন ওড়াই। ’ তিনি বলেন, যদি বাড়তি অর্থ পাওয়া যায় তাহলে এই বিক্ষোভের পরও সাদিক খানকে তার কার্যালয় থেকে সরাতে চালানো প্রচারণায় বা  বর্তমানে আক্রমনের মুখে থাকা মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে ব্যয় করা হবে।

 

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক