X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শুধু কৃষ্ণাঙ্গদের শেয়ার দেওয়ার বিরুদ্ধে শ্বেতাঙ্গদের প্রতিবাদ

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯
image

দক্ষিণ আফ্রিকায় শুধুমাত্র কৃষ্ণাঙ্গ কর্মীদের প্রতিষ্ঠানের শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান সাসোলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে শ্বেতাঙ্গপ্রধান শ্রমিক সংগঠন সলিডারিটি। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে ২৫ শতাংশ শেয়ারের মালিকানাও কৃষ্ণাঙ্গদের হাতে নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মঘটের ডাক দেওয়া সংগঠনের সদস্য ছয় হাজার তিনশ জন। সংগঠনটি তাদের বিবৃতিতে দাবি করেছে, এসব সদস্য সাসোলের স্পর্শকাতর পদে কর্মরত। সাসোল

দীর্ঘ সময় ধরে বঞ্চিত কৃষ্ণাঙ্গদের প্রতিষ্ঠানের মালিকানায় শরিক করা ও  কর্মসংস্থান নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আওতায় সাসোল  কৃষ্ণাঙ্গদের শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শেয়ার বরাদ্দের এবারের আয়োজনে শ্বেতাঙ্গদের বাদ দেওয়ায় আপত্তি জানিয়েছে শ্রমিক ইউনিয়নটি। সলিডারিটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাসোল  সম্প্রতি খানিসা নামের নতুন একটি নীতিমালা গ্রহণ করেছে । এই নীতিমালার আওতায় শ্বেতাঙ্গ কর্মচারী ও বিদেশিদের শেয়ার বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে কর্মীদের মধ্যে শেয়ার বরাদ্দের এরকম যে নীতিমালা ছিল তার নাম ইনজালো। সেখানে শ্বেতাঙ্গদেরও শেয়ার দেওয়া হয়েছিল। কিন্তু এবারের নীতিমালার আওতায় শেয়ার বরাদ্দ হচ্ছে শ্বেতাঙ্গদের বাদ দিয়ে। এর প্রতিবাদে প্রতিদিন সেসোলের  একটি করে ইউনিট বন্ধ করে দিতে থাকবেন তারা। আর তাদের কর্মসূচি চলবে আগামী তিন সপ্তাহ।

সাসোল কয়লা ও গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে। গত বছর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের দক্ষিণ আফ্রিকা শাখায় কৃষ্ণাঙ্গদের মালিকানা অন্তত ২৫ শতাংশে উন্নীত করতে চায় তারা।  সংস্থাটি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে, আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে ইউনিট বন্ধ হয়ে গেলে ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে বিকল্প ব্যবস্থা কার্যকরের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!