X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট নিয়ে ইইউ'র সঙ্গে কোনও আপোস নয়: থেরেসা মে

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কোনও আপোস নয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফ-এ লেখা এক নিবন্ধে নিজের এমন অবস্থান পরিষ্কার করেন তিনি।

থেরেসা মে থেরেসা মে বলেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষায় আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় জাতীয় স্বার্থ রক্ষিত হয় না এমন কোনও বিষয়ে চাপ দিয়েও আপোস করানো সম্ভব নয়।

ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় কোনও গণভোটেরও আয়োজন করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন থেরেসা মে। তিনি বলেন, একই প্রশ্ন ফের জিজ্ঞাসা করা হলে মোটা দাগে তা হবে আমাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা।

২০১৮ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের চুক্তি সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এর আগে সরকারের এ সংক্রান্ত পরিকল্পনায় পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এদিকে সাম্প্রতিক এক জরিপের ফলাফলে দেখা গেছে, যুক্তরাজ্যে এখন ব্রেক্সিটপন্থীদের সংখ্যা কম। উল্টো বেড়ে গেছে বিরোধীদের সংখ্যা।

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ওই জরিপের ফলাফলকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রশ্নে যেসব নির্বাচনি আসনের ভোটাররা সব থেকে বেশি সরব ছিলেন সেগুলোর মধ্যে শতাধিক আসনের ভোটাররা এখন মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাওয়াটাই ভালো। ভোটারদের পরিবর্তিত মনোভাবের এই তথ্য উঠে এসেছে ফোকালডাটা কনজিউমার এসোসিয়েশনের অনুসন্ধানে।

মূলত লেবার পার্টির সমর্থক যেসব ভোটাররা ভেবেছিলেন, ব্রেক্সিট বাস্তবায়িত হলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তাদের ক্ষেত্রেই মতামত পাল্টে যাওয়ার ঘটনাটি ঘটেছে। দুই বছর ধরে ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও ব্রেক্সিট বাস্তবায়নের অর্থনৈতিক ও অন্যান্য শর্ত নির্ধারণ ব্যতিরেকেই ব্রেক্সিট কার্যকর হওয়ার শঙ্কার মুখে এখন তারা ভাবছেন, ব্রেক্সিট নিয়ে যে আশা তারা করেছিলেন তা বাস্তবায়িত হচ্ছে না। দ্য গার্ডিয়ান লিখেছে, সংশ্লিষ্ট বিশ্লেষণী প্রতিবেদনটি গণভোটের পর থেকে এ পর্যন্ত প্রকাশিত ব্রেক্সিট বিষয়ক জরিপগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা