X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র হিংস্র নেকড়ের মতো আচরণ করছে: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯
image

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যব এরদোয়ান বলেছেন, দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে স্থানীয় মুদ্রায় পরস্পরের সঙ্গে লেনদেন করা। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ‘হিংস্র নেকড়ের মতো আচরণ করছে।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ডলার ব্যাতিরেকে অন্য মুদ্রায় লেনদেন করার পরিকল্পনার কথা জানিয়েছেন এরদোয়ান। এরদোয়ান

তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। তুরস্কের পণ্যের ওপর শুল্ক আরোপ করা ও অন্যান্য কারণে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খারাপ। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। যুক্তরাজ্যে বসবাসরত গুপ্তচরকে নার্ভ গ্যাস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে রাশিয়ার ওপর আবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আগস্টে রাশিয়ার মুদ্রা রুবলেরও দরপতন হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, দেশটি নিষেধাজ্ঞা, হুমকি ও ব্ল্যাকমেইলের মতোকৌশল অবলম্বন ব্যবহার করছে।

কিরগিজস্তানে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে লেনদেনে ডলার ব্যবহার না করে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। তার ভাষ্য, ‘আমাদের ডলারের আধিপত্যকে চিরকালের মতো শেষ করে দেওয়ার বিষয়ে কাজ করতে হবে। আর তার জন্য দরকার নিজেদের মধ্যে নিজেদের মুদ্রা ব্যবহার করা। রাশিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলার কথা জানিয়েছেন এরদোয়ান। বাণিজ্য ও বিনিয়োগে ডলার ভিন্ন অন্য মুদ্রা ব্যবহার করতে ইচ্ছুক তুরস্ক।

এরদোয়ান শুধু মার্কিন মুদ্রার কাছ থেকেই মুক্তি লাভের বিষয়ে কথা বলেননি, তিনি আরও বলেছেন, তুরস্ক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, বিশেষ করে এর প্রতিরক্ষা শিল্প খাত।

এরদোয়ানের এমন আহ্বানের প্রেক্ষিতে ‘বাই পার্টিজান পলিসি সেন্টারের’ অধীনে থাকা ন্যাশনাল সিইউরিটি প্রোগ্রামের একজন জ্যেষ্ঠ গবেষক নিক ড্যানফোর্থ নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন, ‘এরদোয়ান মনে হয় জুয়া খেলছেন। তার ধারণা, তুরস্কের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার আগে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।’

/এএমএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!