X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় ভেঙে পড়লো ফ্লাইওভার, বহু হতাহতের শঙ্কা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দক্ষিণাঞ্চলীয় এলাকায় একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে। স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে ডায়মন্ড হারবার সড়কের ওপর থাকা মাজেরহাট ব্রিজের একটি অংশ ধসে পড়ার সময়ে এর ওপরে বেশ কিছু যানবাহন ছিল। এ ঘটনায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অনেকে আটকা পড়েছেন বলেও আশঙ্কা রয়েছে।

দক্ষিণ কোলকাতায় ফ্লাইওভার ধস
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে রক্তাক্ত দেহ ও ভাঙাচোরা গাড়ি পড়ে রয়েছে। আনন্দবাজার পত্রিকার অনলাইনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ছয়জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ সেতুর মাঝের অংশ ভেঙে পড়লে ফ্লাইওভারের ওপরে থাকা গাড়ির আরোহীরা ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার কাজে সহায়তায় ছুটে আসেন স্থানীয়রা। ফ্লাইওভারের নিচ দিয়ে একটি রেললাইন রয়েছে। দুর্ঘটনার আগে কিছুটা দূরে একটি লোকাল ট্রেন থাকলেও তার ওপরে ভাঙা অংশ ছিটকে পড়েনি বলে জানিয়েছে আনন্দবাজার। এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, কাছাকাছি থাকা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ইতোমধ্যে ঘটনাস্থলে সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ব্যস্ত ডায়মন্ড হারবার সড়কের ওপর থাকা মাজেরহাট ব্রিজের একটি অংশ বিকেল পাঁচটা নাগাদ ভেঙে পড়ে। মাঝের একটি অংশ ভেঙে পড়লে কয়েকটি প্রাইভেটকার, দুই চাকার যান ও একটি বাস খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনায় কতটি গাড়ি ক্ষতিগ্রস্ত বা মানুষ হতাহত হয়েছে কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি। দার্জিলিং সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদমাধ্যমটিকে বলেছেন, 'আমি পুলিশকে বিস্তারিত জানাতে বলেছি। এখান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রথমেই আমাদের মানুষদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কীভাবে এটি ঘটলো তা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো।'

প্রায় আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের পোস্তায় আরেকটি নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু ও ৮০ জন আহত হন। এছাড়া ২০১৩ সালের ৩ মার্চ কলকাতার সংযোগ সড়ক উল্টোডাঙ্গায় পণ্যবাহী ট্রাকের ভারে একটি ফ্লাইওভার ধসে পড়ে। অনেক রাতে ওই দুর্ঘটনা ঘটায় হতাহতের সংখ্যা খুব বেশি ছিল না।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!