X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হ্যাকিংয়ের শিকার ব্রিটিশ এয়ারওয়েজ, প্রায় চার লাখ গ্রাহকের তথ্য চুরি

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১১
image

ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে রক্ষিত প্রায় তিন লাখ ৮০ হাজার গ্রাহকের তথ্য চুরি হয়ে গেছে। হ্যাকিংয়ের শিকার হওয়ার কথা জানিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতে গ্রাহকদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ফ্লাইটের টিকেট বুকিং দেওয়ার জন্য গত ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে যেসব গ্রাহক ক্রেডিট কার্ডের তথ্য দিয়েছেন তাদের তথ্যই চুরি করেছে হ্যাকাররা। হ্যাকিংয়ের শিকার ব্রিটিশ এয়ারওয়েজ, প্রায় চার লাখ গ্রাহকের তথ্য চুরি

ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইট ও মোবাইল ফোনের অ্যাপ, দুইটিই সাইবার হামলার শিকার হয়েছে। নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ক্রেডিট কার্ডের নম্বর, কার্ডের মেয়াদের তথ্য ও কার্ডের গোপন নম্বর চুরি হয়ে গেলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে, যাতায়াতের বিবরণ ও টিকিট বুকিংয়ের তথ্য বেহাত হয়নি। এখন সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স লিখেছে , সংশ্লিষ্ট গ্রাহকদের হিসাব থেকে অর্থ চুরি করতে এসব তথ্যই যথেষ্ট।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, ‘তৃতীয় একটি পক্ষের কাছ তথ্য পেয়ে আমরা এ বিষয়ে অনুসন্ধান শুরু করি। তারা অস্বাভাবিকতা লক্ষ্য করে আমাদের জানিয়েছিল। ব্রিটিশ এয়ার অয়েজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে আমারা গ্রাহকদের আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের ব্যাংক ও কার্ড ইস্যুকারী সংস্থার সঙ্গে সঙ্গে দ্রুত যোগাযোগ করেন।’ ব্রিটিশ এয়ারওয়েজের চেয়ারম্যান অ্যালেক্স ক্রুজ এ ঘটনায় গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, এ ঘটনার কারণে প্রথমত ব্রিটিশ এয়ারওয়েজের সুনামের ওপর বড় আঘাত আসবে। সবাই ধরে নেবে, এমন একটি সংস্থার তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যথাযথ সক্ষমতা নেই। দ্বিতীয়ত, সংস্থাটিকে অনেক বড় জরিমানার মুখে পড়তে হতে পারে। এবার যে সংখ্যক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০১৫ সালে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টকটকের ক্ষেত্রে তার অর্ধেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন । গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখতে না পারায় টকটককে চার লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!