X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬
image

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে রুশ সমর্থিত সিরীয় বাহিনীর হামলা আসন্ন। এ হামলায় যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে তার বিরুদ্ধে সম্ভব্য সামরিক জবাব দেওয়ার কথা ভাবছে দেশটি। যুক্তরাষ্ট্রের জেনারেল জোসেফ ডানফোর্ড শনিবার জানিয়েছেন, এ বিষয়ে করণীয় নির্ধারণে হোয়াইট হাউজের সঙ্গে নিয়মিত বৈঠকে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত সামরিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও সম্ভাব্য সামরিক সামলার ক্ষেত্রে কি কি করার আছে সে বিষয়ে ট্রাম্পকে জানানো হয়েছে। রয়টার্স লিখেছে, বর্তমানে ভারত সফররত জেনারেল জোসেফ ডানফোর্ড যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। জেনারেল জোসেফ ডানফোর্ড

ডানফোর্ড সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এটা নিয়মিত কাজের অংশ। আমরা প্রেসিডেন্টকে জানিয়ে রাখতে চাই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে। তিনি চান, আমরা যেন সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও প্রস্তুত থাকি। আমরা সেই অনুযায়ী তাকে আমাদের সামরিক সক্ষমতার বিষয়ে ধারণা দিয়েছি।’ তবে ট্রাম্পকে সামরিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তা স্পষ্ট করেননি ডানফোর্ড। তাছাড়া, মার্কিন গোয়েন্দারা সিরিয়ার রাসায়নিক ব্যবহার করার কোনও আগাম খবর পেয়েছে কি না সে প্রশ্নের উত্তর দিতেও তিনি অস্বীকার করেন।

রয়টার্স লিখেছে, রুশ সমর্থিত বাহিনী যদি ইদলিবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে ‘দ্রুত ও ব্যাপক মাত্রায়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি ২০১৭ ও ২০১৮ সালে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল।

সিরিয়ার ইদলিব টিকে থাকা বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী অবস্থান। রাশিয়া ও আসাদ বাহিনী শুক্রবার সেখানে বিমান হামলা চালিয়েছে, যা পূর্ণ হামলার আগে করা হয়ে থাকে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান মনে করেন, ইদলিবের হামলা ‘নির্বিচার হত্যার দিকে’ মোড় নিতে পারে। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে বলেছে, ইদলিবে হামলা হলে তা চরম মানবিক বিপর্যয় ডেকে আনবে। এ প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইরানের প্রেসিডেন্ট রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বৈঠকে বসেছিলেন গত শুক্রবার। অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে বৈঠক ডাকা হলেও পুতিন ও রুহানি এর বিরুদ্ধে যান। পুতিনের ভাষ্য, ইসলামিক স্টেট ও জাভাত আল নুসরার মতো জঙ্গি সংগঠনগুলো তো আর এই অস্ত্র বিরতির চুক্তি মেনে চলবে না।

রুশ সমর্থিত সিরীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সারিন গ্যাস ও ক্লোরিনকে রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে বারংবার। আর বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছে সিরিয়া।

/এএমএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা