X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটের দিনে সহিংসতা ঠেকাতে যুক্তরাজ্য পুলিশের দাঙ্গাবিরোধী পরিকল্পনা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৩
image

২০১৯ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে যুক্তরাজ্য। আর এদিনে দেশটির সীমান্ত এলাকায় যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা সহিংসতা না হয়, তা নিশ্চিত করতে আগাম দাঙ্গাবিরোধী পরিকল্পনা তৈরি করেছে ব্রিটিশ পুলিশ। সেখানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। 'গোপন' ওই নথিটি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস।

ব্রিটিশ পুলিশ
জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ কো-অর্ডিনেশন সেন্টার এ নথিটি প্রস্তুত করেছে। নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার দিনে ‘সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে’। ব্রেক্সিট পরবর্তী কিছুদিন কেন্টসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিলে (এনপিসিসি) অনুষ্ঠিতব্য বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।  

ব্রিটিশ পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জোটটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে না পৌঁছাতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে। দেশে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের হার বেড়ে যেতে পারে। খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে ব্রিটেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।

বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে

নথিতে সতর্ক করা হয়, খাদ্য ও পণ্যের ঘাটতি তৈরি হলে জনগণের মদ্যে বিশৃঙ্খলা দেখা যেতে পারে এবং সেখান থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে পৌঁছানো ছাড়া ব্রেক্সিট হলে সম্ভাব্য কি কি পরিণতি হতে পারে তা নিয়ে সরকার যখন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, তখনই দাঙ্গাবিরোধী পরিকল্পনার কথা জানা গেলো।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পর চুক্তি হবে বলেই মনে করছেন তিনি। তবে সবরকমের প্রস্তুতি নিয়ে থাকার ওপরই জোর দিচ্ছেন তিনি। সাজিদ বলেন, ‘এ এক নজিরবিহীন পরিস্থিতি। তবে চুক্তির ওপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং চুক্তি করতে হবে। কিন্তু একই সময়ে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্যই সরকারের সকল দফতরকে প্রস্তুত থাকতে হবে।’

/এফইউ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়