X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে পার্লামেন্টের সামনে হামলার তদন্তে নতুন বিচারিক কমিটি

অদিতি খান্না, যুক্তরাজ্য
১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৮

২০১৭ সালের মার্চে ব্রিটেনের পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলার তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে লন্ডনের এক আদালত। সোমবার প্রধান করোনার বিচারক মার্ক লুক্র্যাফ্টের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ব্রিটেনে পার্লামেন্টের সামনে হামলার তদন্তে নতুন বিচারিক কমিটি গত বছর ওয়েস্টমিনস্টার ব্রিজে ৫২ বছর বয়সী খালিদ মাসুদ নামের ওই ব্যক্তির গাড়ি হামলায় চারজন নিহত হয়েছিলেন। গাড়ি দিয়ে ধাক্কার পর এক পুলিশকে ছুরিকাঘাত করেন তিনি।  এরপর ইউনিফর্মহীন পোশাকে থাকা পুলিশের গুলিতে নিহত হয় খালিদ।

সোমবার এই কমিটি গঠনের আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়।  বিচারক লুক্র্যফট বলেন, ’৮২ সেকেন্ডের রোমহর্ষক ঘটনায় অনেকের প্রাণ চলে গিয়েছিল।’ সেসময় যারা নিহত হয়েছিলেন তারা হলেন পুলিশ কনস্টেবল কিথ পামার, আয়শা ফ্রাদে, লেসিল রোডস, অ্যান্দ্রে ক্রিস্টিয়া ও কার্ট কোহরান। তাদের সবার স্বজনরা তদন্ত কার্যক্রম শুরু হওয়ার আগে তাদের সম্মানে কথা বলেন। 

পুলিশ কনস্টেবল কিথ পামারকে বিশেষভাবে স্মরণ করা হয়। বলা হয়, তিনি লন্ডনকে নিরাপদ রাখতে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। লন্ডন মেট্রপলিটন পুলিশের প্রধান পরিদর্শক নিল সওয়ার বলেন, কিথ সবসময়ই পেশাগত কাজে ব্যস্ত থাকতো। সবসময়ই লন্ডনকে নিরাপদ রাখতে চাইতো। তিনি বলেন, ‘আমার দেখা অন্যতম পরিশ্রমী মানুষ ছিলেন তিনি। বন্ধুসুলভ, রসিক ও সবার প্রতি যত্নশীল ছিলেন কিথা। পার্লামেন্টকে রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ করেছেন।’

নিল সওয়ার আরও বলেন, ‘আমি তাকে খুব মিস করবো। সেদিনের সাহসিকতা আমাকে অবাক করেনি। তিনি সবসময়ই আমাদের জন্য উদাহরণস্বরুপ।’

এই তদন্তে হামলাকারী সম্পর্কে আরও অনুসন্ধান করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তার বিরুদ্ধে কোনও অপরাধ মামলা আছে কি না। ২০০৯ ও ২০১০ সালে স্বল্প সময়ের জন্য এমআইফাইভ গোয়েন্তা সংস্থার তদন্তে তার নাম উঠে এসেছিলে। সিসিটিভি ফুটেজে দেকা যায়, মাসুদ একটি গাড়ি ভাড়া করে ও ছুরি কিনেই পার্লামেন্টের দিকে যায়। তদন্তে বেশ কয়েকজন বিশেষজ্ঞকে ডাকা হবে। এর মধ্যে পুলিশি তদন্ত করা দলের প্রধান স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাকেও যুক্ত করা হবে বলে জানা গেছে।

পুলিশের আর্মর ও মাসুদের অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার নিয়েও কথা বলা হবে। মাসুদের মানসিক ময়নাতদন্তের জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞকেও নিয়োগ দেওয়া হয়েছে।

খালিদ মাসুদকে গুলি করা নিয়ে আরেকটি পৃথক তদন্ত কমিটি হওয়ার কথা রয়েছে।

 

/এমএইচ/
সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ