X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে এশীয়দের চেয়ে শ্বেতাঙ্গ সন্দেহভাজন জঙ্গিদের সংখ্যা বেশি

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭
image

এক যুগেরও বেশি সময় পরে দেশটির পুলিশের হাতে সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটক এশীয়দের চেয়ে শ্বেতাঙ্গদের সংখ্যা বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এর মাধ্যমে শ্বেতাঙ্গ চরম ডানপন্থীদের হুমকি হয়ে উঠতে থাকার বিষয়টি স্পষ্ট। বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, এ বছরের জুন মাস পর্যন্ত গত এক বছরে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার সন্দেহে যুক্তরাজ্যে ৩৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩৩ জন শ্বেতাঙ্গ ও ১২৯ জন এশীয়। জঙ্গিবাদে সম্পৃক্ততার দায়ে কারাদণ্ড ভোগ করা শ্বেতাঙ্গদের সংখ্যা গত তিন বছর ধরে বাড়ছে। ১০ জন থেকে গত বছরে তা ২৮ জনে উন্নীত হয়েছে। যুক্তরাজ্যে এশীয়দের চেয়ে শ্বেতাঙ্গ সন্দেহভাজন জঙ্গিদের সংখ্যা বেশি

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ‘২০০৫ সালের পর এবারই প্রথম গ্রেফতারকৃত শ্বেতাঙ্গ সন্দেহভাজনদের সংখ্যা এশীয়দের চেয়ে বেশি হয়েছে।’ চলতি বছরে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেফতারকৃত শ্বেতাঙ্গদের সংখ্যা জঙ্গিবাদের দায়ে গ্রেফতারকৃত মোট সংখ্যার প্রায় ৩৮ শতাংশ। গত বছরের তুলনায় এ সংখ্যা চার শতাংশ বেশি। গ্রেফতারকৃত এশীয়দের সংখ্যা এ বছরে সাত শতাংশ কমে হয়েছে ৩৭ শতাংশ। অন্যদিকে জঙ্গিবাদে সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতারকৃতদের মধ্যে কৃষ্ণাঙ্গদের সংখ্যা দুই ধাপ কমে হয়েছে ৯ শতাংশ।

স্কটল্যান্ড ইয়ার্ডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিন হেইডন বলেছেন, ‘গত ১২ মাসে গ্রেফতারকৃতদের সংখ্যা কম হলেও ২০১৭ সালের মার্চ মাস থেকে আমরা ইসলামিক স্টেটের ১৩টি ও শ্বেতাঙ্গ চরমপন্থীদের চারটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছি। সুতরাং কম সংখ্যক ব্যক্তির গ্রেফতার হওয়ার ঘটনায় এটা ভাবলে চলবে না যে আমরা সন্ত্রাসবাদের কম ঝুঁকিতে আছি।’

প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, এসব গ্রেফতারির ঘটনায় যুক্তরাজ্যের নতুন জঙ্গিবাদবিরোধী আইনের ধারা ব্যবহার করা হয়েছে। ২৩৪টি ঘটনাকে আন্তর্জাতিক ক্যাটাগরিতে নথিবদ্ধ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে আইএসের মতো বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী তৎপরতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ‘সাম্প্রতিক বছরগুলোতে নানান চরমপন্থী আদর্শিক ঘরানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দণ্ডপ্রাপ্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে প্রথমবারের মতো ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত থাকার দায়ে দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের সংখ্যা সামান্য কমেছে; ৪ শতাংশ। আইএস সংশ্লিষ্ট ১৭৮ জন এখন পুলিশ হেফাজতে আছে।’

যেসব জঙ্গি কারাগারে রয়েছে তাদের মধ্যে ৮৫ শতাংশই ইসলামিক স্টেটের আদর্শিক দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করে। ১৩ শতাংশ শ্বেতাঙ্গ চরমপন্থার অনুগত। বাকি ছয় শতাংশ অন্যান্য চরমপন্থী বলয়ে যুক্ত।

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে