X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘কোনও সময়ই মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৭

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি নিয়ে দীর্ঘ প্রতিক্ষিত পরিকল্পনা কোনও সময়ই প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র। বরং  ভবিষ্যতে কোনও প্রস্তাবের বিষয়ে এক তরফাভাবে শর্ত পরিবর্তন করার চেষ্টাই করছে দেশটি। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের প্রধান আলোচনাকারী সায়েব এরেকাত এই মন্তব্য করেছেন। সাধারণ ফিলিস্তিনি, আরব দেশগুলো ও বিশ্লেষকদের বক্তব্যের সঙ্গে তার এই মন্তব্যের মিল রয়েছে। তিনি বলেছেন, কয়েক দশকের দ্বন্দ্বের মূল বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের পক্ষ নেওয়ায় মধ্যপ্রাচ্য শান্তির সব পথ বন্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনি কর্মকর্তা সায়েব এরেকাত

গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর সেখানে মার্কিন দূতাবাসও স্থানান্তর করেন ট্রাম্প। এরপর থেকেই মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এসব কাজ করার আগে  ট্রাম্প মধ্যপ্রাচ্যের জন্য চূড়ান্ত চুক্তি উপস্থাপনের ঘোষণা দিয়েছিলেন।  

জেরিকোতে দেওয়া সাক্ষাৎকারে সায়েব এরেকাত বলেন, ‘আমার মনে হয় না তারা কখনও কোনও পরিকল্পনা প্রকাশ করবে।’ তিনি বলেন, ‘পুরো বিশ্ব তাদের ভাবনাকে প্রত্যাখ্যান করেছে। তারা ইতোমধ্যে রেফারেন্সের শর্তাবলী পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।’

 ফিলিস্তিনি সংকটের অন্যতম বড় ইস্যু হলো জেরুজালেম। ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই শহরটিকে তাদের রাজধানী হিসেবে দাবি করে থাকে। ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের পর থেকে সংকটের মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে বর্জন করে আসছে ফিলিস্তিন। তবে আলোচনায় বসতে বাধ্য করার জন্য ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্য তহবিল কর্তন করেছে যুক্তরাষ্ট্র। এরপর ওয়াশিংটনে ফিলিস্তিনি দূতাবাসও বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষিপ্ত হয়ে আছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এরেকাত বলেন, মনে হচ্ছে দ্বন্দ্বের মূল বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থান মেনে নিয়েছে। এর মধ্যে ১৯৮৪ সাল থেকে চলা যুদ্ধ ও ইসরায়েলি দখলদারিত্বের কারণে উদ্বাস্তু হয়ে পড়া লাখ লাখ ফিলিস্তিনির ভাগ্য এবং তাদের ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের বিষয়েও যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি মেনে নিয়েছে।

এরেকাত বলেন, ‘তারা আমাদের সত্য নির্ভর শান্তির কথা বলেছে।’ তিনি বলেন, ‘কুশনার ও নেতানিয়াহুর সত্য হলো, জেরুজালেম ইসরায়েলের রাজধানী, শরণার্থীদের ফেরার কোনও অধিকার নেই, দখলদারিত্ব বৈধ, ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে কোনও ফিলিস্তিনি রাষ্ট্র নেই আর গাজাকে অবশ্যই পশ্চিমতীর থেকে আলাদা করতে হবে। কিন্তু এসব পুরোপুরি অগ্রহণযোগ্য।’

এরেকাত বলেন, এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পর শুধুমাত্র একটি কাজই করেছে তাহলো, ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তির পথ বন্ধ করে দেওয়া ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বন্ধ করে দেওয়া।

/আরএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’