X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফিলিপাইনের পর হংকংয়ে ম্যাংখুতের তাণ্ডব, এগিয়ে যাচ্ছে চীনের দিকে

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৬
image

ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর রবিবার (১৬ সেপ্টেম্বর) হংকংয়ে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাংখুত। ঘণ্টায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটা) বেগে শক্তিশালী ঝড়টি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং-এর উপর দিয়ে বয়ে গেছে। ঝড়ের কারণে বিভিন্ন ভবনের জানালা ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে পড়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। হংকংয়ের পর ঘূর্ণিঝড় ম্যাংখুত এবার চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ম্যাংখুতের কারণে হংকংয়ের রাস্তায় গাছ ভেঙে পড়েছে
শনিবার (১৫ সেপ্টেম্বর) ফিলিপাইনে আঘাত হান শক্তিশালী টাইফুন ম্যাংখুত। ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার রাতে ম্যাংখুত খানিক দুর্বল হলেও এটি এখনও তীব্র মাত্রার ঝড় হিসেবে এগিয়ে যাচ্ছে। রবিবার দুপুরে ঘূর্ণিঝড় ম্যাংখুত হংকংয়ে আঘাত হানে। শহরের উপর দিয়ে বয়ে যেতে থাকে ঝড়ো বাতাস। প্লাবিত হয়ে পড়ে বিভিন্ন সড়ক। ম্যাংখুত নিয়ে  হংকংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ আগেই সর্বোচ্চ সতর্কতা জারি করে রেখেছিল। দেওয়া হয়েছিল ১০ নম্বর সতর্ক সংকেত। সাধারণত দুপুরে হংকংয়ের রাস্তাগুলো জনাকীর্ণ থাকলেও এদিন আগে থেকেই সব ফাঁকা ছিল। গাড়ি চলাচলও খুব একটা দেখা যায়নি।

উপকূলীয় এলাকায় প্লাবিত একটি সড়কে আটকা পড়েছে গাড়ি
ঘূর্ণিঝড় ম্যাংখুতকে কেন্দ্র করে হংকংয়ের বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। বাতিল করা হয়, ৫৪৩টি ফ্লাইট। দুর্ভোগে পড়েন প্রায় ১ লাখ ভ্রমণকারী। রাডারে দেখা গেছে, হংকং সীমান্তবর্তী চীনা মূল ভূখণ্ডের গুয়াংডং প্রদেশে আছড়ে পড়ছে ম্যাংখুত। প্রদেশটিতে উচ্চ গতির রেলসেবা বন্ধ রাখা হয়েছে। উপকূলবর্তী দুইটি পারমাণবিক কেন্দ্রের কর্মীরা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ম্যাংখুতের কারণে এশিয়ার তিন কোটি পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের গ্লোবাল ডিজেস্টার অ্যালার্ট এন্ড কো-অর্ডিনেশন সিস্টেম। 

/এফইউ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়