X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেরু অঞ্চলে বরফ গলার হার পরিমাপে মহাকাশে নাসার স্যাটেলাইট

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩
image

বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর বরফ অঞ্চলে কী প্রভাব পড়ছে তা নিরুপণে মহাকাশে একটি লেজারসজ্জিত স্যাটেলাইট পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। শনিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৬টা ২ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে আইস স্যাট-টু নামের মিশনটির যাত্রা শুরু হয়। ডেল্টা টু রকেটের মাধ্যমে স্যাটেলাইটটিকে কক্ষপথে পাঠানো হয়েছে। এটি মার্কিন মহাকাশ সংস্থার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির লেজার স্যাটেলাইট বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে খবরটি জানা গেছে।

শনিবার আইসস্যাট-টু উৎক্ষেপণ করা হয়
বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু প্রান্তের বরফগুলো দ্রুত গলছে বলে বার বারই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিষয়ক দফতর,মার্কিন মহাকাশ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সাল ছিল এ যাবতকালের উষ্ণতম বছরগুলোর একটি। নাসা ও ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর রেকর্ডকৃত ১৩৫ বছরের তাপমাত্রা বিশ্লেষণ করে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ১৯৭৬ সালের পরবর্তী কোনও বছরই শীতলতম উপাধি পায়নি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কী পরিমাণ বরফ গলছে তা যথার্থভাবে নির্ণয় করতে লেজার স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত নেয় নাসা।

জানা গেছে, শনিবার (১৫ সেপ্টেম্বর) নাসার পাঠানো লেজার স্যাটেলাইটটি সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে চলবে এবং তিনশো মাইল উপর থেকে সেকেন্ডে ১০ হাজারবার আলোকরশ্মি ফেলবে। এর মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও বরফ অঞ্চল পরিমাপ করা যাবে। কত দ্রুত বরফখণ্ডগুলো গলছে এবং তা কোন অঞ্চলের তাও এর মধ্য দিয়ে নির্ণয় করা যাবে। পরিমাপ করা যাবে বরফের ঘনত্ব।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে সম্ভাব্য পরিণতি কী হতে পারে তা নিয়ে বিভিন্ন গবেষণায় আগেই সতর্ক করা হয়েছে। ২০১৬ সালের এক গবেষণায় আশঙ্কা প্রকাশ করে বলা হয়,২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৬ ফুট বেড়ে যেতে পারে,এর কারণে যুক্তরাষ্ট্রের ১ কোটি ৩০ লাখ মানুষ বন্যার কবলে পড়তে পারেন। ফ্লোরিডার ৬০ লাখ এবং লুইজিয়ানা অঙ্গরাজ্য ও ক্যালিফোনিয়া অঙ্গরাজ্যের ১০ লাখ করে বাসিন্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব নিয়ে ২০১৭ সালে করা এক গবেষণায় দেখা গেছে হাজারো ঐতিহাসিক এলাকা তলিয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে, সমাধি ক্ষেত্র, মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্র ও প্রাচীন বসতিগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে গাছপালা এবং প্রাণির আবাসস্থলগুলো ধ্বংস হয়ে যেতে পারে।

 

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক