X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের প্রভাবে নর্থ ক্যারোলাইনায় বন্যার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪
image

যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় ফ্লোরেন্স রবিবারের মধ্যে কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার কথা হচ্ছে, প্রবল বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে  বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে হওয়া বর্ষণেই ক্যারোলাইনার বেশ কিছু এলাকা ডুবে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, বন্যার আশঙ্কায় থাকা এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের প্রভাবে নর্থ ক্যারোলাইনায় বন্যার আশঙ্কা

গত শুক্রবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। নর্থ ক্যারোলাইনাকে ক্ষতিগ্রস্ত করে এখন তা সাউথ ক্যারোলাইনার দিকে যাচ্ছে। এটি একটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলীয় অঞ্চল থেকে আরও বেশি ভেতরের দিকে ঢুকতে পারে রবিবারের মধ্যেই। এর আঘাতে নর্থ ক্যারোলাইনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নর্থ ক্যারোলাইনায় সাত জন ও সাউথ ক্যারোলাইনায় ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের কর্মকর্তা মাইকেল হিমস জানিয়েছেন, আটকে পড়া ৫০ জনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় বাতাসের গতিবেগ কমে এখন প্রতি ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটারের নেমে এসেছে। এখন সেটি পশ্চিমের দিকে ৯ কিলোমিটার গতিতে ভেতরের দিককার দুটি রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। ‘ন্যাশনাল ওয়েদার সেন্টারের’ শাখা ‘ওয়েদার প্রেডিকশন সেন্টারের’আবহাওয়াবিদ জ্যাক টেইলর মন্তব্য করেছেন, ‘এটা এখনও প্রাণসংহারী এক ঘূর্ণিঝড়। রবিবার গতিপথ পরিবর্তন করে এটি ভার্জিনিয়া ও মধ্য আটলান্টিকের দিকে যেতে পারে।’ টেইলর আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে নর্থ ক্যারোলাইনার কিছু অঞ্চলে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, এই ঘূর্ণিঝড়ের কারণে কোনও কোনও স্থানে বৃষ্টিপাত এত বেশি হয়েছে যে ইঞ্চির বদলে ফুটে তা পরিমাপ করতে হয়েছে। বৃষ্টির কারণে নদীতে পানির উচ্চতা বাড়তে থাকবে।’ কিন্তু ঘূর্ণিঝড় ফ্লোরেন্স এখন পর্যন্ত যে তাণ্ডব দেখিয়েছে তার চেয়ে আরও বেশি ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এনএইচএস জানিয়েছে,  এখনও ৪০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে হচ্ছে ক্যারোলাইনার বিভিন্ন অঞ্চলে।

নর্থ ক্যারোলাইনার ফেইটভিল শহরে দুই লাখের বেশি মানুষের বাস। এদের মধ্যে যারা কেপ ফিয়ার ও লিটল রিভারের কাছে বাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয়ের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে মেয়র মিচ কোভিন বলেছেন, ‘যারা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ উপেক্ষা করতে চান তাদের উচিত হবে নিকটাত্মীয়দের সঙ্গে এখনই যোগাযোগ করে ফেলা। কারণ এখানে থাকলে মৃত্যুর আশঙ্কা অনেক বেশি। যা হয়েছে তার চেয়ে বেশি খারাপ কিছু হতে যাচ্ছে।’

/এএমএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী