X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চীনকে নজরে রাখতে অন্ধ্রপ্রদেশ হবে ভারতীয় বিমানবাহিনীর কৌশলগত ঘাঁটি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১১
image

পূর্ব উপকূলে নিজেদের উপস্থিতি জোরদার করতে অন্ধ্রপ্রদেশকে নিজেদের কৌশলগত ঘাঁটিতে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় বিমানবাহিনী। প্রকল্পের অন্যতম প্রধান অংশ হলো প্রকাশম জেলার ডোনাকোন্ডায় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা। পাশাপাশি অনন্তপুর জেলায় ড্রোন নির্মাণ কেন্দ্র, অমরাবতীতে সাইবার নিরাপত্তা কেন্দ্র এবং রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়ায় বিমানবন্দরের সম্পদ সংরক্ষণ ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। অন্ধ্রপ্রদেশ প্রশাসনের কাছে এরইমধ্যে পরিকল্পনাগুলো পেশ করা হয়েছে। আমলাতান্ত্রিক সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই খবরটি জানিয়েছে।


প্রতীকী ছবি
বর্তমানে চেন্নাইয়ের কাছে আরাক্কোনামে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি রয়েছে এবং বিশাখাপাটনামে রয়েছে নৌবাহিনীর বিমানঘাঁটি আইএনএস ডেগা। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় এক ভারতীয় আমলা পিটিআইকে জানিয়েছেন, ‘পূর্ব উপকূলে চীনের কৌশলগত গুরুত্ব দ্রুত বেড়ে যাওয়ার কারণে ওই অঞ্চলে নিজের উপস্থিতি জোরদার করতে সচেষ্ট বিমানবাহিনী। অন্ধ্রপ্রদেশে কৌশলগত ঘাঁটি তৈরির পরিকল্পনা সেই পরিকল্পনারই অংশবিশেষ।’ বিমানবাহিনীর উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট আরেক শীর্ষস্থানীয় আমলা বলেন, ‘আমাদের দিক থেকে একটি টাস্ক টিম গঠন করা হয়েছে, যারা এই প্রকল্পে বিমানবাহিনীর সঙ্গে সংযোগ রক্ষা করার দায়িত্বে থাকবে। সঠিক অবস্থান নির্ণয় করতে প্রাথমিক জরিপের কাজ সম্পূর্ণ হয়েছে। বিমানবাহিনীকে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’


রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়া বিমানবন্দরে নিজস্ব ফাইটার ও অন্য বিমান এবং হেলিকপ্টার রাখার পরিকল্পনা করেছে বিমানবাহিনী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রকল্প সম্পর্কে এর মধ্যে তিন দফা আলোচনা সেরেছেন বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে বিমানবাহিনীর ঘাঁটি তৈরির ব্যাপারে গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকে বসেন বিমানবাহিনীর সাউদার্ন কমান্ড চিফ এয়ার মার্শাল বি সুরেশ ও তার দল।
ডোনাকোন্ডায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত এয়ার স্ট্রিপের পাশ ঘেঁষে হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে বিমানবাহিনীর প্রকল্পের জন্য ২,৭০০ একর জমি বরাদ্দের প্রস্তাব রাখে অন্ধ্রপ্রদেশ সরকার। তবে বিমানবাহিনীর তরফে জানানো হয় যে, তাদের আরও কম পরিমাণ জায়গা প্রয়োজন। জানা গেছে, ১,২০০ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে পিটিআই জানায়, এরমধ্যে বেসামরিক বিমান চলাচলের জন্য ৩০০ একর জায়গা বিমান কর্তৃপক্ষ ব্যবহার করবেন। আর বাকি জায়গাকে হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করবে বিমান বাহিনী।
বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির কাছাকাছি অবস্থানের কারণে অনন্তপুর জেলায় ড্রোন নির্মাণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে ভারতীয় বিমানবাহিনী। প্রকল্পের মোট খরচসহ বিস্তারিত রিপোর্ট তৈরি হচ্ছে বলে জানা গেছে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক