X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কারাগার থেকে মুক্ত নওয়াজ শরিফ

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৪
image

কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন সফদর। তাদের সাজা দিয়ে ঘোষিত নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা বুধবার স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। আদালত মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ৫ লাখ রুপিতে নওয়াজ ও তার পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের জামিন মঞ্জুর করে। আদিয়ালা জেল থেকে বেরিয়ে নওয়াজ, মরিয়ম ও সফদর লাহোরে অবস্থিত তাদের বাসভবনে পৌঁছেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট উল্লেখ করেছে, লন্ডনের অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানার সূত্রে দায়ের করা দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ ও তার মেয়েকে গত জুলাই মাসে সাজা দেওয়া হয়েছিল। রায়ে নওয়াজকে ১০ বছরের ও মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত। নওয়াজকে বহনকারী গাড়ি

নওয়াজ, মরিয়ম ও সফদরের জামিন আবেদনের শুনানি হয় বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত ইসলামাবাদ হাইকোর্টের একটি বেঞ্চে। জামিন আবেদনের শুনানিতে সরকারপক্ষ মরিয়মকে অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্টস সংক্রান্ত দুর্নীতির মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে দাবি করে, যেহেতু মরিয়ম তার পিতার ওপর নির্ভরশীল সেহেতু তার নামে থাকা সম্পদ আসলে নওয়াজ শরিফেরই। কিন্তু আদালত এই যুক্তি গ্রহণ করেনি।

আদালত আপিল আবেদনের রায়ে বলেছে, ‘বাদীপক্ষ এটা প্রমাণে ব্যর্থ হয়েছে যে সংশ্লিষ্ট সম্পদ নওয়াজ শরিফের। তারা এই দাবি প্রতিষ্ঠাতেও ব্যর্থ হয়েছে যে, নওয়াজ শরিফের বিরুদ্ধে গঠিত চার্জশিটের ভিত্তিতে মরিয়মকে সাজা দেওয়া যেতে পারে।’ শুনানি চলাকালে আদালত উল্লেখ করে, ‘গভীর তদন্তের পরও এমন কোনও কিছু হাজির করা যায়নি যাতে প্রমাণিত হয়, অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্টের মালিক নওয়াজ শরিফ।’

আদিয়ালে জেল থেকে নওয়াজকে গ্রহণ করতে তার দল পাকিস্তান মুসলিম লিগের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে প্রথমে তাদের নূর খান বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। তারপর একটি বিমানে চড়ে তারা পৌঁছান লাহোর। লাহোর বিমানবন্দরেও নওয়াজকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা-কর্মীরা। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিমানবন্দর থেকে নওয়াজ, মরিয়ম ও সফদর জাতি উমরায় অবস্থিত তাদের বাসভবনে পৌঁছেছেন। নওয়াজের মুক্তির প্রেক্ষিতে তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি নওয়াজের সমর্থকদের অভিনন্দন জানাই।’

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা