X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে প্রেম আর খুন নিয়ে তোলপাড় তেলেঙ্গানায়

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯

ভিডিওটি ধারণ করা হয়েছিল খুব সুন্দর করে। প্রণয় কুমার ও আম্রুতা বার্শিনিকে একেবারে চলচ্চিত্র তারকার মতো লাগছিল। তারা একে অপরকে ভালোবাসতেন এবং ক্যামেরাও যেনও তাদের এই সম্পর্ককে বুঝতে পারছিল। হায়দরাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরে হিডেন ক্যাসেলে যখন এই তরুণ দম্পতি হাঁটছিলেন, তাদের প্রোজ্জ্বল ও সুখী দেখাচ্ছিল। মনে হচ্ছিল তারা যেন স্কটল্যান্ডে রয়েছেন এবং তাদের হাসি ও ভালোবাসার মুহূর্তগুলো ধারণ করছেন তেলেগু চলচ্চিত্রের কর্মীরা।

আম্রুতা ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন এবং দ্রুতই তাতে কয়েক হাজার শেয়ার ও লাইক পড়ে। আম্রুতার ওপর আগে থেকেই রেগে ছিলেন তার উচ্চবর্ণের বাবা টি মারুতি রাও। দলিত ছেলের প্রতি ভালোবাসা এভাবে প্রকাশ্যে তুলে ধরায় তিনি একেবারে ক্ষেপে যান। বন্ধুদের সঙ্গে আলোচনায় জোর গলায় বলতে থাকেন, প্রণয়কে হত্যা করা হয়েছে এমন ভিডিও প্রকাশ করা হলে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করবে।

১৪ সেপ্টেম্বর একজন ভাড়াটে খুনি মাত্র ২৩ বছরের প্রণয়কে আক্রমণ করে একটি হাসপাতালের বাইরে। ওই হাসপাতালে তার দুই বছরের ছোট আম্রুতা ছিলেন। গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন প্রণয়। এর আগে এই বছরের জানুয়ারিতে হায়দরাবাদের আর্য সমাজ মন্দিরে তাদের বিয়ে হয়। এই ভিডিওটি ভাইরাল হয়। কিন্তু সব ক্ষোভ জমা হয় আম্রুতার বাবার প্রতি। দলিতকে ভালোবাসার কারণে বাবার এই নৃশংসতা অনেকেই মেনে নিতে পারেননি। আম্রুতার অপরাধ ছিল তার ভালোবাসা কোন জাত-পাত মানেনি। নালগন্দা এলাকা ফেটে পড়ল ক্ষোভে।

যে প্রেম আর খুন নিয়ে তোলপাড় তেলেঙ্গানায়

বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা বিক্ষোভ করলেন, শোকাতুর ও দুঃখ ভারাক্রান্ত আম্রুতা প্রতিজ্ঞা করলেন, ভালোবাসার মানুষকে হত্যার ন্যায় বিচার নিশ্চিত করবেন। অচিরেই রাজনীতিকরা চাপ দিলেন এবং পুলিশ পদক্ষেপ নিলো। প্রণয়কে হত্যার যে পরিকল্পনা জানা গেছে তা শুধু তেলেঙ্গানা নয়, ভারতকেই স্তব্ধ করে দিয়েছে।

আম্রুতার বাবা বিয়ের আগে প্রণয়কে তিন কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়ের জীবন থেকে সরে যাওয়ার শর্তে। পরে আম্রুতার গর্ভের সন্তান নষ্ট করারও চেষ্টা করেন। সেই চেষ্টাও যখন ব্যর্থ হয় তখন দম্পতিকে আলাদা করার দিকে নজর দেন। এর এটার জন্য একমাত্র উপায় ছিল প্রণয়-আম্রুতার যেকোনও একজনকে হত্যা করা। মারুতি রাও এই কাজের জন্য বেঁচে নিলেন জামাতাকে।

রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রথমে মিরিয়ালাগাদু শহরের কংগ্রেস সভাপতি আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করেন। তার কাছে জানতে চান প্রণয়কে হত্যা করার জন্য কাকে ভাড়াটে খুনি হিসেবে নিয়োগ দেওয়া যায়। করিম তাকে আসগর আলী ও আব্দুল বারি নামের দুই ভাড়াটে খুনির নাম দেন। ২০০৩ সালে এই দুজন গুজরাতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হারেন পান্ডিয়াকে হত্যায় গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে খালাস পান। চিহ্নিত এই দুই অপরাধী তখন বিহারে সুভাষ শর্মা নামে ভাড়াটে খুনির সঙ্গে চুক্তি করে।

যে প্রেম আর খুন নিয়ে তোলপাড় তেলেঙ্গানায়

ওই গ্যাং প্রথমে প্রণয়কে হত্যার জন্য আড়াই কোটি রুপি দাবি করে। যদিও পরে এক কোটি রুপিতে খুন করতে সম্মত হয় তারা। অগ্রিম হিসেবে ১৫ লাখ রুপি দেওয়া হয়। নালগন্ডা পুলিশ সুপার এভি রঙ্গনাথ বলেন, হায়দরাবাদে করিম এই টাকা দেয় বারিকে। বারি নেয় ৮ লাখ, আসগর পায় ৬ লাখ এবং বাকি ১ লাখ রুপি নেয় করিম।

মঙ্গলবার সমষ্টিপুর থেকে শর্মাকে গ্রেফতার করার পর নালগন্ডায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এরই মধ্যে পুলিশ রাও, আলি, বারি, করিম, রাওয়ের ভাই টি শ্রাবণ এবং চালক সমুদ্রালা শিবাকে গ্রেফতার করেছে।

যে প্রেম আর খুন নিয়ে তোলপাড় তেলেঙ্গানায়

প্রণয় ও আম্রুতা স্কুল থেকেই একে অপরের বন্ধু ছিলেন। পরে উভয়েই হায়দরাবাদে প্রকৌশলবিদ্যায় ভর্তি হন, অবশ্যই ভিন্ন কলেজে। প্রেমের সম্পর্কে ব্যস্ত হয়ে পড়ায় পড়াশুনায় চাপ পড়ে। উভয়েই ড্রপ আউট হন।

হায়দরাবাদ ও তেলেঙ্গানার সব স্থানীয় পত্রিকায় আম্রুতার কান্নামাখা মুখের ছবি। অনেকেই তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বলছেন। তিনি বলছেন, এখনই  নির্বাচন করবেন না, বয়স কম। তিনি ন্যায় বিচারের জন্য লড়াই করবেন। সমর্থন ও সহযোগিতা পেতে চালু করেছেন একটি ফেসবুক পেজ, অঙ্গীকার করেছেন জাত-পাত-বর্ণের নামে কুসংস্কার ও পক্ষপাতিত্বের যে দেয়াল বিদ্যমান তা ভেঙে চুরমার করতে সারা জীবন কাজ করবেন।

আম্রুতা বলেন, ‘আমার ভেতরে একটি শিশু বড় হচ্ছে। আমি নিশ্চিত করব যেন আমার সন্তান লড়াই ও প্রচারণা চালিয়ে যায় এমন একটি দেশের জন্য, যেখানে যেকোনও মানুষ যে কাউকে ভালোবাসতে পারবে। আমার মতো লোকেরা তাদের জন্য কেমন ভবিষ্যৎ রেখে যাচ্ছে।’

যে প্রেম আর খুন নিয়ে তোলপাড় তেলেঙ্গানায়

এমন উদ্যোগ নিয়ে চাপেও পড়ছেন আম্রুতা। নিয়মিত তিনি ও শ্বশুর হুমকি পাচ্ছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নালগন্ডা জেলা পুলিশ সাত ব্যক্তিকে গ্রেফতারের একদিন পর প্রণয়ের বাবা পি বালা সামী জানান, আম্রুতাকে এখনও অপহরণ করে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে। এলআইসিতে কাজ করা এই মানুষ নিরাপত্তা চেয়েছেন। বলেন, ‘এই মানুষগুলো প্রভাবশালী আর জাত-পাত হলো একটি শক্তিশালী ট্রিগার।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা