X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বসতি সম্প্রসারণ বন্ধে কিছুই করেনি ইসরায়েল: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪

অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েল কোনও পদক্ষেপই নেয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বসতি সম্প্রসারণ বন্ধে কিছুই করেনি ইসরায়েল: জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়ক নিকোলায় মিয়াদেনোভ ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সবক’টি বসতিই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।

ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল।

নিকোলায় মিয়াদেনোভ বলেন, পশ্চিম তীরে প্রায় ২ হাজার ৮০০ বসতি নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১১৭টি ফিলিস্তিনি বাড়ি। ফলে ১৪৫ জন ফিলিস্তিনি এখন বাস্তুহারা। এরপর তিনি খান আল আহমার গ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, এটা একটি ‘আবদ্ধ সামরিক অঞ্চল’ হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজায় সৃষ্ট মানবিক পরিস্থিতি মোকাবিলায় তিনি সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানা, যেকোনও সময় এটি ভয়াবহ রূপ ধারণ করবে।

সদস্য রাষ্ট্রগুলোও জানায়, ইসরায়েলের এই বসতি স্থাপন বন্ধ করতে হবে। ব্রিটিশ রাষ্ট্রদূত ক্যারেন পিয়ার্স বলেন, ‘যুক্তরাজ্য এখনও দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী। জেরুজালেমকে দুই রাষ্ট্রেরই রাজধানী করতে হবে।

যুক্তরাষ্ট্রও এই বিবৃতির বিরোধিতা করেছে। মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে বলেন, এই বিবৃতি পক্ষপাতদুষ্ট এবং তা ইসরায়েলের কর্মকাণ্ডে বেশি জোর দেওয়া।

এই বসতি নির্মাণ নিয়ে কাজ করা পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ জানায়, ডোনাল্ড ট্রাম্প ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে পশ্চিম তীরে ১৪ হাজার ৪৫৪টি অবৈধ বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। আগের মার্কিন প্রশাসন থাকা অবস্থার চেয়ে যা প্রায় তিনগুণ।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা