X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানানো হয়নি: ইরান

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৫

ইরানের পক্ষ থেকে কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়নি। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই তথ্য জানিয়েছেন। ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাত দিয়ে এখবর জানিয়েছে রয়টার্স।

হাসান রুহানি ও ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি বিদেশি একটি বার্তা সংস্থায় খবর প্রকাশিত হয়,  জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে ইরান। ওই খবরে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালিকে উদ্ধৃত করা হয়। তবে ইরনা ওই বার্তা সংস্থার পরিচয় জানায়নি।

এই প্রসঙ্গে কাসেমি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে কখনও ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন ভাষণ নেবেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের সঙ্গে বহুদেশীয় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহারের পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পর ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তারা যে শান্তির কথা বলছেন যুক্তরাষ্ট্র সেটাকে উপহাস করছে। ইরানের সঙ্গে 'চুক্তি'র কথা বলে এই উপহাস করা হচ্ছে বলে তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নতুন দূত ব্রায়ান হুকের এক মন্তব্যের জবাবে টুইটারে জারিফ একথা বলেন।

জারিফ আরও বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতাকে দুই সরকারের মধ্যে ব্যক্তিগত সমঝোতা হিসেবে অভিহিত করছে। এই ব্যাখ্যা ভুল। কারণ এটি একটি আন্তর্জাতিক সমঝোতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারেও এই সমঝোতাকে অনুমোদন দেওয়া হয়েছে। 

বুধবার ব্রায়ান হুক দাবি করেন, ইরানের পরমাণু সমঝোতা ছিল তেহরান ও বারাক ওমাবার মধ্যে ব্যক্তিগত সমঝোতা। এখন যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি করতে চায় যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করা যাবে।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়