X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শত্রুকে ‘দাঁতভাঙা জবাবের’ প্রদর্শনী ইরানি মহড়ায়

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৩
image

শুক্রবার ইরানের সেনাবাহিনী ও রেভ্যুলেশনারি গার্ড পারস্য উপসাগরে এক যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে। ইরানি সেনাবাহিনীর একজন কর্মকর্তা দেশটির সরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, মহড়ায় শত্রুপক্ষের পাওনা ‘দাঁত ভাঙা জবাবের’ প্রদর্শনী হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, এই মহড়া ইরানের বার্ষিক প্রতিরক্ষা সপ্তাহের অংশ। ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকের সঙ্গে ইরানের যে যুদ্ধ হয়েছিল তার স্মরণে বার্ষিক মহড়ার আয়োজন করা হয়। শত্রুকে ‘দাঁতভাঙা জবাবের’ প্রদর্শনী ইরানি মহড়ায়

মহড়ায় মিরেজ এফ-৪ এবং সুখোই-২২ জঙ্গি বিমান ব্যবহার করা হয়েছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইউসুফ সাফিপুর বলেছেন, ‘শত্রু ও গোঁয়ার শক্তিগুলো যদি ইরানের সীমান্ত বা ইসলামি ইরানের ভূমির দিকে যদি চোখ তুলে তাকায়ও তাহলেও তারা মুহূর্তের মধ্যে দাঁতভাঙা জবাব পাবে। এই মহড়া শক্তির প্রদর্শনের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তির বার্তাও।’

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইরানের তেল রফতানি বন্ধ করতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে ইরানের অর্থনীতি। এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত দেশগুলো থেকে তেল রফতানি বাধাগ্রস্ত করতে সামরিক পদক্ষেপ নিতে পারে ইরান। ওই অঞ্চলের তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিকে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে নৌবহর মোতায়েন করে রেখেছে।

শনিবার ইরানের নৌবাহিনীর শনিবার মহড়া করার কথা রয়েছে। সেখানে ৬০০ সামরিক নৌযান অংশ গ্রহণ করবে। ইরানি বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেছেন, ‘এই অঞ্চলে বর্তমানে এমন কোনও দেশ নেই যাদের আমাদের বিরুদ্ধে সংঘাতে যাওয়ার সক্ষমতা আছে। হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা শক্তিশালী প্রতিরোধে সক্ষম।’ তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী ও রেভ্যুলেশনারি গার্ডের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে শত্রুরা। কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়নি। দুই বাহিনীর মধ্যে যথাযথ সমন্বয় রয়েছে যাতে তারা দেশ ও জাতির নিরাপত্তা বিধানে কাজ করতে পারে।

/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়