X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ার অস্ত্র ব্যবসা কেড়ে নিতে চায় যুক্তরাষ্ট্র: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবসা কেড়ে নেওয়ার পাঁয়তারার অভিযোগ করেছে মস্কো। শুক্রবার রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন অভিযোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বেছে বেছে রাশিয়ার অস্ত্র ক্রেতাদের পাশাপাশি রুশ সামরিক বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আন্তর্জাতিক অস্ত্রের বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেয়ার অশুভ লক্ষ্যে ওয়াশিংটন এই অনৈতিক খেলা খেলছে।

দিমিত্রি পেসকভ দিমিত্রি পেসকভ বলেন, একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে চায় আমেরিকা।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার কাছ থেকে জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম কেনায় চীনের একটি সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মস্কো।

শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে। এই খেলা বোকামি এবং তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের দাবি, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে চীন। অপরদিকে রাশিয়া বরাবরই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কো বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যে প্রবণতা তা ভুল পথে পরিচালিত হচ্ছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের এই অভ্যাস বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে এবং তা বিপজ্জনক পদক্ষেপের অংশ।

সের্গেই রিয়াবকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা যুক্তরাষ্ট্রের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ২০১১ সালের পর ৬০টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ওয়াশিংটন কখনও মস্কোকে নিজের ইচ্ছামতো পরিচালনায় সফল হবে না। সূত্র: ইন্ডিপেনডেন্ট, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে: জেলেনস্কি
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়