X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ অধিবেশনে প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছে সংস্থাটির ৭৩তম অধিবেশন। ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বিতর্ক অনুষ্ঠানে মিলিত হবেন বিশ্বনেতারা। এদিন থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক। তাদের বিতর্কে উঠে আসবে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র অনুসন্ধানে উঠে এসেছে, কী কী ইস্যু প্রাধান্য পাবে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে। সেই তালিকার শুরুতেই রয়েছে রোহিঙ্গা ইস্যু।

মিয়ানমারে রোহিঙ্গাদের স্থাপনায় অগ্নিসংযোগ রোহিঙ্গা ইস্যুর বাইরে বিশ্বনেতাদের আলোচনায় ঠাঁই পাবে সিরিয়া সংকট, উত্তর কোরিয়া ও ইরানের বিদ্যমান পরিস্থিতি, ফিলিস্তিনিদের সাহায্যে গঠিত জাতিসংঘের ত্রাণ তহবিলে (ইউএনআরডব্লিউএ) মার্কিন তহবিল বন্ধ করে দেওয়ার পর উদ্ভূত পরিস্থিতির মতো ইস্যুগুলো।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন শুরু হওয়ার পরপরই মিয়ানমারের রোহিঙ্গা নিধনযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডার পার্লামেন্ট। দেশটির এমপির সর্বসম্মতিক্রমে এই স্বীকৃতি দেন। এর আগে গত মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দুনিয়ার অন্যতম ভয়াবহ এই মানবিক সংকটের জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। রোহিঙ্গাদের ওপর বর্মি বাহিনীর অত্যাচার সংক্রান্ত একটি জাতিসংঘের এক প্রতিবেদন প্রকাশের পর এই আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সমস্যা তৈরির জন্য মিয়ানমারের সমালোচনা করে নিরাপত্তা পরিষদকে সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানে উদ্যোগী ইওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘এই সমস্যা অনাদিকাল চলতে পারে না। রাখাইনে যতক্ষণ পর্যন্ত মিয়ানমার সহায়ক পরিবেশ তৈরি না করছে, ততক্ষণ সেখানে স্বেচ্ছায় রোহিঙ্গারা ফেরত যাবে না।’

তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, ‘জাতিসংঘের সংস্থাগুলোকেও মিয়ানমার কাজ করতে দিচ্ছে না।’

গত মাসে বাংলাদেশ সফরের বিষয়ে তিনি বলেছেন, ‘সেখানে রোহিঙ্গাদের কাছ থেকে আমি যে ভয়াবহ ঘটনার কথা শুনেছি, সেটি আমি জীবনে ভুলতে পারবো না।’

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা