X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৯

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮

ইরানের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। হতাহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সৌদি সমর্থিত আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীদের এই হামলার জন্য দায়ী করেছে তেহরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৯ সৌদি সমর্থিত আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেয়। আল জাজিরা দুজন হামলাকারী নিহত হওয়ার সংবাদ দিয়ে জানিয়েছে। পালিয়া যাওয়া হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে ইরান।

শনিবার (২২ সেপ্টেম্বর) ইরানের খুজেস্তান প্রদেশের আহওয়াজ শহরে কুচকাওয়াজ চলা অবস্থায় এই হামলার ঘটনা ঘটে। কুচকাওয়াজ চলাকালে বন্দুকধারীরা দূর থেকে গুলি চালাতে শুরু করে। একপর্যায়ে তারা মঞ্চে থাকা সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় পাল্টা জবাব দেয় ইরানি বাহিনীর সদস্যরা। গোলাগুলির এই ঘটনা চলে প্রায় ১০ মিনিট ধরে।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, হামলাকারীদের দুইজন পাল্টা গুলিতে নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। আর বাকিরা পালিয়ে গেছে।

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৯ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ হামলার জন্য নাম উল্লেখ না করে ‘বিদেশি শক্তির’ দিকে আঙুল তুলেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘সন্ত্রাসীদের নিয়োগ, প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ দেওয়া বিদেশি শক্তি আহওয়াজে হামলা চালিয়েছে। শিশু ও সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসবাদে মদত দেওয়া আঞ্চলিক শক্তি এবং তাদের প্রভু যুক্তরাষ্ট্র এই হামলার জন্য দায়ী। নাগরিকদের জীবনরক্ষার জন্য ইরান খুব দ্রুত এবং চরমভাবে পাল্টা জবাব দেবে।’

তেহরানভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আল জাজিরাকে বলেন, ‘রেভ্যুলেশনারি গার্ডের কর্মকর্তারা আহওয়াজি বিচ্ছিন্নতাবাদীদের এই হামলার জন্য দায়ী মনে করেন। এদের সৌদি আরব প্রশিক্ষণ ও সমর্থন দেয়। এরা বিগত কয়েক বছর ধরেই কার্যক্রম চালাচ্ছে। তাদের লক্ষ্য তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশকে ইরান থেকে আলাদা করে ফেলা, ঠিক যেটা সাদ্দাম হোসেন চেয়েছিলেন। তারা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে আখ্যায়িত করলেও আমরা জানি মুজাহিদিন-ই-খাল্কের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।’ এই মুজাহিদিন-ই-খাল্কের বিরুদ্ধে হাজার হাজার ইরানি নারী ও শিশুকে হত্যার অভিযোগ আছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ