X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন খামেনি

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৭

সামরিক বাহিনীর কুচকাওয়াজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্রদের দায়ী করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, ইরানকে অনিরাপদ করে তুলতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের পুতুল সরকারগুলোর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আহওয়াজে সন্ত্রাসী হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার প্রতিক্রিয়ায় এক শোকবার্তায় তিনি এসব কথা বলেছেন।
সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন খামেনি

শনিবার (২২ সেপ্টেম্বর) সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে ইরানের খুজেস্তান প্রদেশে জঙ্গি হামলা হয়। অজ্ঞাত বন্দুকধারীদের ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও ৭০ জন। হতাহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যারা নারী-শিশুসহ নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়েছে তারা হচ্ছে মানবাধিকার রক্ষার মিথ্যা দাবিদারদের লোক। ইরানের সামরিক বাহিনী যে জাতীয় ঐক্য ও দৃঢ়তা প্রদর্শন করছে তা তারা সহ্য করতে পারে না। নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খোমেনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পুতুল রাষ্ট্রগুলোর অব্যাহত প্রচেষ্টার ধারাবাহিকতাতেই এই হামলা হয়েছে। তাদের উদ্দেশ্য আমাদের প্রিয় দেশটিকে অনিরাপদ করে তোলা। রয়টার্সের খবরে বলা হয়েছে, খোমেনি সরাসরি কোনও দেশের নাম না বললেও তার এই বিবৃতি ইরানের সঙ্গে সৌদি আরবসহ উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর উত্তেজনার আশঙ্কা সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানবিরোধী ইসরায়েলও যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য মিত্র।

বন্দুকধারীরা দূর থেকে গুলি চালাতে শুরু করে এবং একপর্যায়ে তারা মঞ্চে থাকা সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় পাল্টা জবাব দেয় ইরানি বাহিনীর সদস্যরা। গোলাগুলির এই ঘটনা চলে প্রায় ১০ মিনিট ধরে। জঙ্গিগোষ্ঠী আইএস আমাক নিউজ এজেন্সির মাধ্যমে হামলার দায় স্বীকার করলেও হামলায় নিজেদের জড়িত থাকার সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। সৌদি সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আহওয়াজ ন্যাশনাল রেজিস্ট্যান্সও হামলার দায় স্বীকার করেছে। ইরানি কর্মকর্তারাও হামলার জন্য সৌদি মদতপুষ্ট আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীদেরই সন্দেহ করছেন। আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেয়। আল জাজিরা তাদের দুইজন হামলাকারীর নিহত হওয়ার সংবাদ দিয়ে জানিয়েছে, পালিয়া যাওয়া হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে ইরান।

শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে খামেনি তাদের ধৈর্য ধরার তওফিক দিতে আল্লাহর কাছে দোয়া চান। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদের সহযোগীদের চিহ্নিত করে আদালতের কাছে সোপর্দ করতে হবে। এটা গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে