X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় দুই গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত এক

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪০
image

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুইটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়েছে। শনিবার হওয়া এই হামলায় একজনের নিহত ও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামি জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার মার্কিন সেনাবাহিনী আল শাবাবের ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ১৮ জন জঙ্গিকে হত্যা করেছিল। মার্কিন বাহিনী সঙ্গে যৌথভাবে কাজ করা সোমালিয়ার সেনাবাহিনীর গুলিতেও প্রাণ হারিয়েছিল আল কায়েদার দুই সদস্য। সোমালিয়ায় দুই গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত এক

শনিবার মোগাদিসুতে ঘটা হামলার ঘটনাটির বিষয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেছেন, ‘দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছিল। এদের একজন আঘাতের কারণে মৃত্যুবরণ করেছে।’ অন্যদিকে আল শাবাব রয়টার্সকে বলেছে, তারা একজন পুলিশ সদস্যকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছিল, যদিও ওই কর্মকর্তা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

অপরদিকে, শুক্রবারে মার্কিন সেনাবাহিনী সোমালিয়ার দক্ষিণে অবস্থিত লোয়ার যুবা প্রদেশে হামলা চালিয়েছিল। ইউএস আফ্রিকা কমান্ড শনিবার প্রকাশিত বিবৃতিতে দাবি করেছে, মার্কিন ও মার্কিন মিত্ররা হামলার শিকার হওয়ার কারণেই আত্মরক্ষার্থে ওই বিমান হামলা চালিয়েছিল তারা। এতে কোনও বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে দাবি তাদের।

সোমালিয়াতে আল শাবাব জঙ্গি গোষ্ঠী নিয়মিত হামলা হামলার ঘটনা ঘটায়। গত ২ সেপ্টেম্বর মোগাদিসুতেই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটিয়েছিল আল শাবাব। হামলাকারী সরকারি ভবন প্রাঙ্গণে বিস্ফোরণটি ঘটায়। এতে নিকটবর্তী একটি স্কুল ভবন বিধ্বস্ত হয়। হামলায় তিন সেনা সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়। আহত হয় অন্তত ১৪ জন, যাদের মধ্যে ছয়জন শিশু। বিস্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে, নিকটস্থ ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি মসজিদের চাল। ওই হামলার বিষয়ে আল শাবাবের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেছিল, ‘এই আত্মঘাতী বোমা হামলার দায় আমাদের। আমরা জেলা অফিসকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছিলাম, যেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। আমরা ১০ জনকে হত্যা করেছি।’

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক