X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় শুভেচ্ছা সফরে গেছে চীনা নৌবাহিনীর জাহাজ

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭
image

ভেনেজুয়েলায় শুভেচ্ছা সফরে গেছে চীনা নৌবাহিনীর একটি জাহাজ। গত শনিবার (২২ সেপ্টেম্বর) পিস আর্ক নামের জাহাজটি নোঙর করে দেশটির লা গুরিয়া বন্দরে। জাহাজের চীনা কর্মকর্তাদের অভ্যর্থনার জন্য আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। তাদের স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। চীনের বার্তা সংস্থা জিনহুয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চিকিৎসা সেবায় নিয়োজিত জাহাজটি ভেনেজুয়েলায় আট দিন থাকবে। এসমসয় চীনা নৌবাহিনীর কর্মকর্তারা ভেনেজুয়েলার সেনা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থা নিম্নমুখী। দেশটিতে মুদ্রাস্ফীতির পরিমাণ এখন বিশ্বের সর্বোচ্চ। প্রবৃদ্ধির অবস্থাও খারাপ। দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ওষুধের চরম সংকট চলছে। অনেক নাগরিকই অনাহারে থাকার কথা জানিয়েছেন। বিপর্যস্ত অর্থনীতি থেকে মুক্তি পেতে দেশটির নাগরিকরা আশেপাশের দেশে শরণার্থী হতে শুরু করেছে। ভেনেজুয়েলীয় শরণার্থীদের চাপ সামলাতে না পেরে ইকুয়েডর পাসপোর্ট ছাড়া আর কোনও ভেনেজুয়েলীয়কে দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

এসব ছাড়াও রয়েছে রাজনৈতিক অস্থিরতা। গত মাসে সামরিক কুচকাওয়াজ চলাকালে মাদুরোর উপস্থিতিতে ভেনেজুয়েলায় বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। ভেনেজুয়েলীয় সরকার জানিয়েছে, সেটি ছিল ড্রোনবাহী বোমা হামলা। এ ঘটনার সূত্রে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ভেনেজুয়েলীয় সরকার।

এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরের শুরুতে চীন সফর করেছেন নিকোলাস মাদুরো। সেখানে অর্থ সহায়তার স্পষ্ট ঘোষণা না দিলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাদুরোকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। রয়টার্স লিখেছে, ওই সফরের ধারাবাহিকতাতেই এবার ভেনেজুয়েলায় এসেছে চীনা নৌ বাহিনীর জাহাজ।

পিস আর্ক গত জুন মাসে চীনা নৌবাহিনীর ‘মিশন হারমোনি’ নামের সমুদ্র যাত্রার পরিকল্পনা ঘোষণা করেছিল। সেই পরিকল্পনা অনুযায়ী ‘শান্তির বার্তা নিয়ে’ মোট ১১ দেশে যাওয়ার কথা চিকিৎসা সেবায় নিয়োজিত জাহাজটির। বর্তমানে এটি ভেনেজুয়েলায় রয়েছে। এই শুভেচ্ছা সফর প্রসঙ্গে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেছেন, ‘যুদ্ধের দামামা না বাজিয়ে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে এভাবেই বিশ্বজুড়ে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হয়।’

/এএমএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!