X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শান্তি আলোচনা ব্যর্থ হলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০২:০১
image

রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বি-রাষ্ট্রিক সমাধান বাস্তবায়নের বিষয়ে যদি আলোচনা ফলপ্রসূ না হয় আর অচলাবস্থা এভাবে চলতে থাকে তাহলে শান্তি প্রক্রিয়ার সিদ্ধান্তের অপেক্ষা না করেই দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেবে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে অংশ নেওয়া যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, অপরাপর কয়েকটি ইউরোপীয় দেশ একইভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিতে পারে। তুরস্কভিত্তিক সংবাদপত্র হুররিয়াত ডেইলি উল্লেখ করেছে, সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কোভেনি। ওয়াশিংটনে অবস্থিত পিএলওর কার্যালয় বন্ধ করা ও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়ার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি আশ্বস্ত করেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য আয়ারল্যান্ড বরাদ্দ বৃদ্ধি করবে। সাইমন কোভেনি

কোভেনির ভাষ্য, ‘শান্তি আলোচনায় যেরকম হতাশাজনক অচলাবস্থা বিরাজ করছে তাতে আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দেওয়ার সিদ্ধান্তই বিবেচনা করবে। আমি মনে করি ইউরোপের আরও অনেক দেশের ভাবনাই এমন।’ তিনি জানিয়েছেন, স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া আবার চালু করতে আয়ারল্যান্ড আরব, ইউরোপ ও ফিলিস্তিনের নেতাদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠানের কথা ভাবছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের নিয়োজিত সংস্থা ইউএনআরডব্লিউএর বরাদ্দ ২০ কোটি ডলার কমিয়ে দেওয়ার মার্কিন সিদ্ধান্তকে একটি ‘ভুল’ আখ্যা দিয়ে কোভেনি সংস্থাটির জন্য আইরিশ বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে আয়ারল্যান্ডের দেওয়া ৫৩ লাখ ডলারের তহবিলকে বৃদ্ধি করে ৮২ লাখ ৪০ হাজার ডলারে উন্নীত করা হতে পারে।

সংবাদ সম্মেলনে কোভেনিকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল ক্রমেই বর্ণবাদভিত্তিক ব্যবস্থার মতো একটি ব্যবস্থা চাপিয়ে দিতে চাচ্ছে কি না। তিনি উত্তরে বলেছেন, ‘আমরা দেখতে পারছি ফিলিস্তিনি ভূমি দখল করা হয়েছে আর সেই দখল করা ভূমিতে সম্প্রসারণ করা হচ্ছে ইসরায়েলি বসতি। এসব আমাদের দৃষ্টিতে অবৈধ।’

ওয়াশিংটনে অবস্থিত ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের’ কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন কোভেনি। তার ভাষ্য, ‘আমরা মনে করি, যোগাযোগের রাস্তা বন্ধ করে দেওয়াটা কখনও ভালো নয়। আমাদের অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যেতে হবে যদি আমরা শান্তি আলোচনায় কোনও উল্লেখযোগ্য অর্জন দেখতে চাই।’

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী আল মালিকি আয়ারল্যান্ডে গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। সেখানে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তাওইসিয়াচ লিও ভারাদকার এবং প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনসের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আব্বাস ও মালিকি আয়ারল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে।

/এএমএ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়