X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রেক্সিট বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে বাংলাদেশিদের কারি শিল্পে প্রাণ ফেরার আশা

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ বা ব্রেক্সিট বাস্তবায়নের পর যুক্তরাজ্যে অ-ইউরোপীয় দেশ থেকে কম দক্ষ জনশক্তি যাওয়ার পথ উন্মুক্ত হচ্ছে। ব্রেক্সিট বাস্তবায়নের পর যুক্তরাজ্যের জন্য নতুন এক অভিবাসন পরিকল্পনা অনুমোদন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে বাংলাদেশিরাও সুযোগ পাবেন। ফলে যুক্তরাজ্যে বাংলাদেশিদের পরিচালিত কারি শিল্পে নতুন প্রাণ ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, নতুন পরিকল্পনার ‌আওতায় কৃষি, স্যোশাল কেয়ার ও রেস্টুরেন্টসহ কিছু সুনির্দিষ্ট খাতে কম দক্ষ জনশক্তি আনার রূপরেখা চূড়ান্ত হবে। ব্রেক্সিট বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে বাংলাদেশিদের কারি শিল্পে প্রাণ ফেরার আশা

গত সপ্তাহে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির বৈঠকে নতুন ইমিগ্রেশন নীতির প্রস্তাব করে বলা হয়েছে, কম দক্ষ জনশক্তি ব্রিটেনে আনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও রুট থাকা কাঙ্ক্ষিত নয়। হোম অফিসের একটি সূত্র জানায়, টিয়ার-২ টাইপ ভিসার ক্ষেত্রে কাজের সুযোগ ও পরিধি বাড়াবার পরিকল্পনাও রয়েছে ব্রিটিশ সরকারের।

এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাওয়ার পর ইইউভুক্ত দেশের নাগরিকদের অভিবাসনের ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে না বলে সম্মত হয়েছে ব্রিটিশ কেবিনেট। ইইউভুক্ত দেশের নাগরিকরা বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের জন্য প্রচলিত অভিবাসন নীতির আওতায় পড়বেন। মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি-এমএসি’র সুপারিশকৃত নীতিমালা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিরোধী দল লেবার পার্টিরও পূর্ণ সমর্থন রয়েছে।

ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ব্রিটিশ কারি এওয়ার্ড গত পাঁচ বছর ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কাছে পোষ্ট ব্রেক্সিট ইমিগ্রেশন পরিকল্পনার জন্য ক্যাম্পেইন করছে। কর্মীদের ব্রিটেনে আসার পথ উন্মুক্ত করতে এটা করা হয়েছে। আজকের এ সিদ্ধান্ত ব্রিটেনে বাংলাদেশিদের পরিচালিত কারি শিল্পে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করবে। ব্রিটেনে প্রতিদিন বহু রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে দক্ষ কর্মীর অভাবে।

উল্লেখ্য, ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সংগঠনগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে দক্ষ শেফসহ জনশক্তি আমদানির বিষয়ে একটি ব্যবসাবান্ধব নীতিমালার জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।

লন্ডনের হ্যামলেটস সলিসিটরস এর অন্যতম কর্নধার সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার বলেন, ‘নতুন ইমিগ্রেশন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে প্রস্তাবিত সেক্টরে জনশক্তি ব্রিটেনে আসার পথ সুগম হবে বলে আমাদের বিশ্বাস। তবে তার জন্য ব্রেক্সিটের চূড়ান্ত বাস্তবায়ন পর্ন্ত অপেক্ষা করতে হবে।’

 

/জেজে/ওআর/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’