X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘের মানবাধিকার তদন্ত আটকাতে পারলো না সৌদি-ইয়েমেন

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৩

ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল তদন্ত করবে। শুক্রবার কাউন্সিলে এই প্রস্তাবে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবটির পক্ষে পড়ে ২১ ভোট আর বিপক্ষে ছিল ৮ ভোট। এই প্রস্তাবের বিরোধিতা করে সৌদি আরব ও ইয়েমেন। তবে শেষ পর্যন্ত তাদের বিরোধিতার মুখেই তদন্তের প্রস্তাব পাস হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার তদন্ত আটকাতে পারলো না সৌদি-ইয়েমেন

মানবাধিকার কাউন্সিলে প্রস্তাবটি উত্থাপন করে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশ দুটির দাবি, গত বছর কাউন্সিল বিশেষজ্ঞদের নিয়ে যে তদন্ত করেছিল তা পূর্ণাঙ্গ করা বাকি রয়েছে। প্রস্তাবটির বিরোধিতাকারী সৌদি আরব ও ইয়েমেন দাবি করে, এতে করে সংকট আরও বাড়বে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

গত মাসে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানান, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলার মধ্যে কয়েকটি যুদ্ধাপরাধ হতে পারে। সৌদি আরব এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি।

জাতিসংঘের হিসাবে, মার্চে ইয়েমেনে সংঘর্ষ শুরু হওয়ার পর পাঁচ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে। এদের অর্ধেকই বেসামরিক নাগরিক। ঘরছাড়া হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। সংস্থাটির মতে, ইয়েমেনের দুই কোটি ৩০ লাখ মানুষের মধ্যে এক কোটি ৪৪ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাস্থ্যকর জীবনের জন্য তারা পর্যাপ্ত খাবার পেতে লড়াই করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সাত লাখ ৬০ হাজার মানুষ খাবার সংগ্রহের জন্য মরিয়া হয়ে আছে।

/এএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে