X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অসন্তোষ-অবিশ্বাস নিয়ে ঘরে ফিরলো ভারতের কৃষকরা, আন্দোলন চলবে

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১৩:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৩:৩৪
image

১০ দিনের ‘কিষাণ ক্রান্তি যাত্রা’ শেষে ঘরে ফিরেছে ভারতের কৃষকরা। উত্তাল বিক্ষোভের মুখে সরকার তাদের দাবি মেনে আলোচনায় বসলেও কৃষকরা বলছে, মূল দুটি দাবির ব্যাপারে কোনও প্রতিশ্রুতি পাওয়া যায়নি। সরকারের প্রতি তাদের গভীর অবিশ্বাসের কথা জানিয়ে কৃষকরা বলছে, বাস্তব পদক্ষেপের আগে তারা সরকারের কোনও কথা বিশ্বাস করতে রাজি নয়। ১০ দিনের কর্মসূচি শেষ হলেও তাদের দাবি আদায়ের আন্দোলন থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।  
`কিষাণ ক্রান্তি পদযাত্রা`য় অংশ নেওয়া ভারতের বিভিন্ন রাজ্যের কৃষক

ঋণ মওকুফ, ষাটোর্ধ কৃষকদের গণপেনশন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য হ্রাস, ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ আর স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ১৫ দফা দাবি নিয়ে গত ২৩ সেপ্টেম্বর হরিদ্বারের টিকায়েত ঘাট থেকে পদযাত্রা শুরু করে উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যের কৃষক সংগঠন। মঙ্গলবার (২ অক্টোবর) ওইসব কৃষক সংগঠনের ডাকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন ৭০,০০০ কৃষক। মঙ্গলবার তারা দিল্লি এসে পৌঁছায়। তাদের গন্তব্য রাজঘাটে চৌধুরী চরণ সিং স্মৃতি সৌধ। পুলিশ প্রতিবাদী কৃষকদের গাজিয়াবাদে দিল্লি গেটের কাছে আটকে দেয়। পদযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর লাঠি চার্জ করার পাশাপাশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়।

উত্তাল বিক্ষোভের এক পর্যায়ে মধ্যরাতে কৃষকদের রাজঘাটে ঢোকার অনুমতি মেলে। ভারতীয় কিশান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়িত বলেছেন, ‘কৃষক যাত্রার লক্ষ্য ছিল কিষাণ ঘাটে পৌঁছানো, আমরা সেটা করতে পেরেছি। রাত প্রায় সাড়ে বারোটার দিকে এসে পুলিশ আমাদেরকে সেখানে ঢোকার পথ করে দেয়। আমরা রাত দেড়টায় সেখানে পৌঁছাই এবং চৌধুরী চরণ সিং আর মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করি’।  

এরপর কৃষকদের সঙ্গে আলোচনায় বসে সরকার। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এএনআইকে বলেন, রাজনাথের সঙ্গে কৃষকদের আলোচনা ফলপ্রসু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছেন। কৃষি প্রতিমন্ত্রীর ওই মন্তব্যের পরই ভারতীয় কিষাণ ইউনিয়ন জানিয়ে দেয় তারা স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো কৃষি পণ্যে ন্যূনতম বিক্রয় মূল্য ও ঋণ মকুবের ব্যাপারে কোনও আশ্বাস পাননি। সংগঠনের পক্ষে যুধবীর সিং বলেন, ১১টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাত্র ৭টি দাবি মানতে রাজি সরকার। কৃষকদের আন্দোলন থামবে না।

বুলান্ডাহাহর জেলা থেকে আসা কৃষক রবীন্দ্র শর্মা জানান, ‘গতকাল সরকার আমাদের সঙ্গে যে আচরণ করেছে, তাতে আমরা খুবই হতাশ। আমাদের যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, তা ছিল খুবই অপ্রত্যাশিত। সরকারের প্রতি আমাদের অবিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সরকারের সঙ্গে আলোচনায়  আমরা সন্তুষ্ট নই। বাস্তব পদক্ষেপই কেবল সরকারের প্রতি আমাদের বিশ্বাস ফেরাতে পারে।’  

কৃষকদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের দিল্লিতে প্রবেশ আটকানো প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘কৃষকদের রাজধানীতে ঢুকতে দেওয়া উচিত। সরকারের এই পদক্ষেপ ঠিক নয়। আমি কৃষকদের সঙ্গে রয়েছি।’ মঙ্গলবার মহাত্মা গান্ধীর ১৪৯-তম জন্মবার্ষিকী পালন করছে ভারত। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত বিশ্ব অহিংসা দিবসও এটি। এদিন কৃষকদের বাধা দেওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন কংগ্রেস  সভাপতি রাহুল গান্ধী। টুইটারে বিজেপিকে আক্রমণ করে রাহুল লিখেছেন, ‘বিশ্ব অহিংসা দিবসে বিজেপির গান্ধী জয়ন্তীর সমারোহ দিল্লির দিকে আসা শান্তিপূর্ণ কৃষকদের পিটিয়ে শুরু হল।’ তিনি আরও লেখেন,  ‘এখন কৃষকেরা দেশের রাজধানীতে এসে নিজের বেদনাও প্রকাশ করতে পারবেন না।’

/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা