X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যৌন নিপীড়নের অভিযোগকারী অধ্যাপককে নিয়ে ট্রাম্পের বিদ্রুপ

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১৮:২৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৯:০৬
image

সুপ্রিম কোর্টের জন্য নিজের মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহ্-এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় অধ্যাপক ক্রিস্টিন ব্লেজি ফোর্ডকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্ডের স্মরণ শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার (২ অক্টোবর) এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, ফোর্ড শুধু অভিযোগই করতে পেরেছেন, কিন্তু বিস্তারিত মনে করতে পারছেন না। সব প্রশ্নের জবাবেই মনে নেই কিংবা জানি না বলছেন। আর তার এমন আচরণে একজন মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।  

ট্রাম্প, ফোর্ড ও কাভানাহ
সর্বোচ্চ মার্কিন আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। এ বছর বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন বিচারপতি নিয়োগের পরিস্থিতি তৈরি হয়। গত জুলাইয়ে অ্যান্থনি কেনেডির জায়গায় ব্রেট কাভানাহকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। তবে চূড়ান্তভাবে নিয়োগ পেতে সিনেটের কাছ থেকে অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সিনেটের অনুমোদন পাওয়ার আগে কাভানাহর বিরুদ্ধে তিনজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। অভিযোগকারী তিন নারীর একজন হলেন, ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। সম্প্রতি সিনেট কমিটিতে অধ্যাপক ফোর্ড অভিযোগ করেন, বিচারপতি কাভানাহ কিশোর বয়সে তার উপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন কাভানাহ। সেপ্টেম্বরের শেষের দিকে সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে অভিযোগ নিয়ে তিনি ও কাভানাহ উভয়ই সাক্ষ্য দেন। তবে সিনেট কমিটিতে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন কাভানাহ। আর অধ্যাপক ফোর্ডের দাবিটি খতিয়ে দেখতে এফবিআইকে নির্দেশ দেন ট্রাম্প। এফবিআইকে তদন্তের নির্দেশ দিলেও কাভানাহ’র বক্তব্য নিয়ে হাসি-তামাশা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২ অক্টোবর) সাউথহ্যাভেন শহরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘মনোনীত হওয়ার পর থেকে বিরোধীরা বিচারপতি কাভানাহকে ধ্বংস করার চেষ্টা করছে।’ এরপরই অধ্যাপক ফোর্ডের জবানবন্দি নিয়ে হাসি-ঠাট্টা শুরু করেন তিনি। ট্রাম্প দাবি করেন, ফোর্ড যে সন্ধ্যায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন, সে সময়ের কথা বিস্তারিত মনে করতে পারছেন না।

ফোর্ড, ট্রাম্প ও কাভানাহ
ট্রাম্প উপহাসের সুরে বলেন, ‘৩৬ বছর আগে এটা ঘটেছে: বলছেন, একটা বিয়ার ছিল! ভালো কথা, আপনি কি মনে করেন এটা......ছিল? না! এটা একটা বিয়ার ছিল। আচ্ছা ঠিক আছে। আপনি কিভাবে বাড়িতে ফিরলেন? আমার মনে নেই। কিভাবে সেখানে গিয়েছিলেন? মনে নেই। কোন জায়গা ছিল এটা? মনে নেই। কত বছর আগের ঘটনা? আমি জানি না। আমি জানি না। আমি জানি না! আমি জানি না! কোন অঞ্চল ছিল এটা? জানি না। কোথায় বাড়িটি ছিল? জানি না! উপর তলায় নাকি নিচ তলায়, কোথায় ঘটেছে? জানি না! তবে আমার কাছে একটি বিয়ার ছিল। এ একটি কথাই মনে আছে। আর এতে একজন মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে।’  

এর আগে ফোর্ডকে ‘জোরপূর্বক’ সাক্ষ্যপ্রদানকারী হিসেবে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে, অধ্যাপক ফোর্ডের আইনজীবী জানিয়েছেন, এফবিআই এখনও তার মক্কেলের সঙ্গে কথা বলেনি। তিনি মনে করেন, ফোর্ডের বক্তব্য না নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা ‘অসম্ভব’। শুক্রবারের মধ্যে এফবিআইয়ের তদন্ত শেষ হওয়ার কথা।

উল্লেখ্য, কাভানাহ ২০০৬ সালে ডিস্ট্রিক অব কলম্বিয়া সার্কিটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কোর্ট অব আপিলের দায়িত্ব পালনের সময় থেকেই কট্টর রক্ষণশীল বিচারক হিসেবে পরিচিত। ওই একই আদালতে কর্মরত ছিলেন বর্তমান প্রধান বিচারপতি জন রবার্টসসহ আরও তিন বিচারপতি।

 

/এফইউ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা